নামকরন
বাংলাদেশে “টিপসই” একটি বহুল প্রচলিত বাংলা শব্দ । বহু সময় ধরে এদেশের মানুষ আঙ্গুলের “টিপসই” এর মাধ্যমেই নিজস্ব পরিচয় প্রমান করে আসছে। সেই পথ অনুসরন করে আমাদের প্রতিষ্ঠানের নাম “টিপসই.কম” বেছে নেয়া হয়েছে ।
প্রাতিষ্ঠানিক ইতিহাস:
২০১২ সালের প্রথমদিকে “টিপসই.কম” এর ব্যবসায়িক ধারনা তৈরি ও প্রাথমিক কার্যক্রম শুরু হয় । ২০১৩ সালের ১লা জুন “টিপসই.কম” নামে ডোমেইন কেনা হয়। ২০১৩ সালের ১৯শে নভেম্বর “টিপসই.কম লিমিটেড” নামে জয়েন্ট ষ্টক কোম্পানীতে নিবন্ধিত হয় (নিবন্ধন নং- সি ১১২৪৫৪, ট্রেড লাইসেন্স নং- ০৩-০২১৭৭২, টিআইএন নং- ১৬০৬০৮২৫০৬৭৮)
রূপকল্প (উদ্দেশ্য):
“টিপসই.কম” এমন একটি ক্ষেত্র তৈরিতে চেষ্টা করবে যেখানে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতাসম্পন্ন মানুষ মিলে একটি অভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করবে । “টিপসই.কম” এর লক্ষ্য হবে ব্যক্তিগত, আর্থিক, সামাজিক ও মানবিক উন্নয়নে প্রযুক্তি র্নিভর দক্ষ জনগোষ্ঠীর মাঝে যোগাযোগের মাধ্যমে সর্ম্পক ও কাজ সৃষ্টি, নতুন নতুন ব্যবসায়িক ধারনা উদ্ভাবন এবং অদক্ষ জনগোষ্ঠীকে সময়োপযোগী দক্ষ হিসেবে গড়ে তোলা যা সর্বোপরি ব্যক্তিগত ও সামাজিক উন্নতি সাধন করবে।
ভবিষ্যত পৃথিবী হবে যোগাযোগ এবং সর্ম্পকের, তাই “টিপসই.কম” যোগাযোগ তৈরির মাধ্যমে নতুন নতুন সর্ম্পক সৃষ্টিতে চেষ্টা করে যাবে।
প্রাথমিক লক্ষ্য:
বাংলাদেশে বেকারত্ব একটি বড় সমস্যা। প্রচলিত ও গতানুগতিক কাজের সাথে সাথে নতুন নতুন কাজের ক্ষেত্র ও বিষয় উদ্ভাবন ও উন্নয়নে “টিপসই.কম” কাজ করবে।