প্রজেক্ট কন্ট্রাক্ট হচ্ছে নির্দিষ্ট কোন প্রজেক্টের জন্য লেখক এবং গ্রাহক, উভয়ের মাঝে ঘোষিত অনলাইন ভিত্তিক চুক্তিপত্র। প্রজেক্ট সম্পকির্ত প্রয়োজনীয় তথ্য সমূহ যেমন, উভয়পক্ষের নাম ও আইডি, প্রজেক্টের নাম ও আইডি, চুক্তিপত্রের আইডি, ডেলিভারী তারিখ, প্রজেক্টের জন্য ঘোষিত মূল্য এবং পেমেন্ট সম্পর্কিত বিষয় কন্ট্রাক্ট ফরমে উল্লেখ থাকে। গ্রাহক সর্বপ্রথম তার প্রকাশিত প্রজেক্টের জন্য প্রাপ্ত সকল বিড/প্রোপোজাল থেকে পছন্দের নির্দিষ্ট লেখককে নির্বাচন করার পর ‘হায়ার’ করার উদ্দ্যেশ্যে “কন্ট্রাক্ট রিকোয়েস্ট” প্রেরণ করেন। লেখক যদি উক্ত প্রজেক্ট কন্ট্রাক্টে আগ্রহী হন এবং অনুমোদন করেন তবে তা উভয়পক্ষের অনুমোদনপ্রাপ্ত বলে ধরে নেয়া হয়। কন্ট্রাক্ট অনুমোদনের পর লেখক প্রজেক্টটি শুরু করতে পারেন।
কন্ট্রাক্ট ফরমের সুবিধা হচ্ছে উভয়পক্ষের মাঝে যদি ভবিষ্যতে কোনো প্রকার অনাকাঙ্খিত সমস্যা সৃষ্টি হয় তবে কন্ট্রাক্ট ফরমের তথ্য ও শর্তানুযায়ী সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়। এছাড়াও উভয়পক্ষ যদি সমস্যা সমাধানে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্ততা অথবা আইনি পদক্ষেপ গ্রহণ করতে চান তবে তা দালিলিক প্রমান হিসেবে ব্যবহার করতে পারেন। উভয়পক্ষ কন্ট্রাক্ট অনুমোদনের সাথে সাথে তাদের ব্যক্তিগত ইমেইল একাউন্টে স্বয়ংক্রিয় উপায়ে সমস্ত তথ্য সহ মেইল করা হয়।
কন্ট্রাক্ট ফরমের সুবিধা হচ্ছে উভয়পক্ষের মাঝে যদি ভবিষ্যতে কোনো প্রকার অনাকাঙ্খিত সমস্যা সৃষ্টি হয় তবে কন্ট্রাক্ট ফরমের তথ্য ও শর্তানুযায়ী সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়। এছাড়াও উভয়পক্ষ যদি সমস্যা সমাধানে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্ততা অথবা আইনি পদক্ষেপ গ্রহণ করতে চান তবে তা দালিলিক প্রমান হিসেবে ব্যবহার করতে পারেন। উভয়পক্ষ কন্ট্রাক্ট অনুমোদনের সাথে সাথে তাদের ব্যক্তিগত ইমেইল একাউন্টে স্বয়ংক্রিয় উপায়ে সমস্ত তথ্য সহ মেইল করা হয়।
ডিসকাস ফোরাম হচ্ছে উইরাইটবিডি.কম ব্যবহারকারী ক্লায়েন্ট এবং লেখকদের জন্য ম্যাসেজ বোর্ড। ব্যবহারকারীগণ এখানে তার দক্ষতা, অভিজ্ঞতা, সফলতা, প্রশ্ন, সমস্যা ইত্যাদি অন্য সব ব্যবহারকারীর সাথে বিনিময় করতে পারবেন।
ইউজার এক্টিভিটিজ-এ লেখক কর্তৃক প্রদত্ত সকল লেখা ক্যাটাগরী এবং উদ্দেশ্য অনুযায়ী প্রকাশিত হয় যা কিনা লেখকদের দক্ষতা এবং কাজের স্যাম্পল। এর মাধ্যমে পাঠক এবং গ্রাহকগণ একজন লেখকের লেখার স্টাইল, রুচিবোধ এবং বিষয়ের উপর দক্ষতা সম্পর্কে জানতে পারেন। লেখক তার কোন লেখাগুলো গ্রাহকদের নিকট বিক্রয় করতে চান অথবা তার কোন লেখাগুলো পাঠকদের বেশি দৃষ্টি আকর্ষনে সক্ষম তা জানা সম্ভব হয়।
অর্থই অনর্থের কারণ হলেও বর্তমান মানবসভ্যতার বেশিরভাগ কার্যাবলী আর্থিক প্রয়োজনেই সংগঠিত হয়। তাই উইরাইটবিডি.কম একটি স্বচ্ছ পেমেন্ট সিস্টেম উন্নয়নে কাজ করছে। উইরাইটবিডি.কম এ দুই ধরনের পেমেন্ট সিস্টেম এ গ্রাহক এবং লেখকগণ আর্থিক লেনদেন করতে পারেন।
০১. স্বাধীন পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে, ০২. উইরাইটবিডি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে
০১. স্বাধীন পেমেন্ট সিস্টেমঃ
এই ব্যবস্থায় লেখকগণ এবং গ্রাহকগণ সরাসরি নিজ দায়িত্বে, উভয়পক্ষের সম্মতিক্রমে যে কোন উপায়ে লেনদেন করবেন। এক্ষেত্রে লেনদেন সম্পর্কিত কোন প্রকার তথ্য সংরক্ষন, দায় এবং সমস্যা সমাধানের দায়িত্ব উইরাইটবিডি.কম বহন করবে না। এছাড়াও উভয়পক্ষের লেনদেন সম্পর্কিত কোন প্রকার তথ্য, রেটিংস উইরাইটবিডি.কম এ প্রকাশিত হবে না এবং কোন প্রকার সার্ভিস চার্জ কাটা হবে না। উভয়পক্ষ স্বাধীনভাবে নিজ দায়িত্বে লেনদেন করবেন।
০২. উইরাইটবিডি পেমেন্ট গেটওয়ে
এই ব্যবস্থায় লেখক এবং গ্রাহক, উভয়ের মাঝে সংগঠিত আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য উইরাইটবিডি.কম এ সংরক্ষিত এবং উভয়ের একাউন্টে প্রকাশিত হবে। উভয়পক্ষের মাঝে কোনো প্রকার অনাকাঙ্খিত সমস্যার সৃষ্টি হলে তৃতীয়পক্ষ হিসেবে উইরাইটবিডি.কম তা সমাধানে চেষ্টা করবে। লেনদেনের কারনে উভয়পক্ষের একাউন্টের রেটিংস এবং গ্রেড পরিবর্তিত হবে। এক্ষেত্রে উইরাইটবিডি.কম প্রজেক্টের র্নিধারিত মূল অর্থ থেকে সার্ভিস চার্জ হিসেবে ১০% কেটে বাকি ৯০% অর্থ লেখকের একাউন্টে জমা হবে হবে। লেখক ব্যাংক চেক, অনলাইন পেমেন্ট অথবা বিকাশের মাধ্যমে তার টাকা যে কোনো একাউন্টে স্থানান্তর করতে পারবেন। গ্রাহক এবং লেখকদের আর্থিক নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত নিয়মগুলো অনুসরন করে।
বিঃদ্রঃ- উইরাইটবিডি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হলে গ্রাহকের পেমেন্ট মেথড অবশ্যই ভেরিফায়েড হতে হবে।
এককালীন পেমেন্ট:
যদি গ্রাহক এবং লেখক এককালীন মূল্য পরিশোধে সম্মত হন, তবে লেখকগন প্রজেক্ট কন্ট্রাক্ট গ্রহন করার পর উইরাইটবিডি.কম গ্রাহকদের একাউন্ট হতে প্রজেক্টের জন্য নির্ধারিত মূল্যের ৩০% এবং কাজ ডেলিভারীর পর অবশিষ্ট ৭০% টাকা ব্লক করে রাখে। প্রজেক্ট ডেলিভারী হলে স্বনিয়ন্ত্রিত নিয়মে তাৎক্ষনিকভাবে গ্রাহক বরাবর পেমেন্ট পরিশোধ সম্পর্কিত অনুরোধ চলে যায় এবং গ্রাহক অনধিক ৪৮ ঘন্টার মধ্যে উক্ত পেমেন্টটি মঞ্জুর করলে প্রজেক্টের সমুদয় মূল্য হতে ১০% সার্ভিস চার্জ কেটে বাকি ৯০% লেখকের একাউন্টে জমা হয়।
মাইলস্টোন পেমেন্ট:
নির্ধারিত মাইলস্টোন পেমেন্টের ক্ষেত্রে লেখক এবং গ্রাহক উভয়পক্ষ কন্ট্রাক্ট অনুমোদন করার সাথে সাথেই ১ম মাইলস্টোনে উল্ল্যেখিত টাকা নিশ্চয়তা হিসেবে গ্রাহকের একাউন্টে ব্লক হয়ে যায়। প্রতিটি মাইলস্টোন অতিক্রমের পর স্বয়ংক্রিয় উপায়ে গ্রাহকের নিকট পেমেন্ট পরিশোধ সম্পর্কিত অনুরোধ চলে যায় এবং গ্রাহক তা অনুমোদন করলে মাইলস্টোনের টাকা লেখকের একাউন্টে জমা হয়। গ্রাহক কর্তৃক একটি মাইলস্টোনের টাকা পরিশোধের সাথে সাথে পরবর্তী মাইলস্টোনের টাকা তার একাউন্টে ব্লক হয়ে যায়।
লেখার হেডলাইন বা টাইটেল তৈরী করা কঠিন একটি বিষয়, অথচ টাইটেলই লেখার মূল অংশ যা পাঠক সর্বপ্রথম দেখতে পায়। “প্রথমে দর্শনধারী, তারপর গুনবিচারী” প্রবাদটি লেখার ক্ষেত্রেও প্রযোজ্য। হাজার হাজার লেখার মাঝে অর্থপূর্ণ টাইটেলই পাঠকের কাছে চোখে পড়ার আগ্রহ সৃষ্টি করে। তাই যত্ন এবং দক্ষতার সাথে তৈরী করা পুরো লেখার হেডলাইন বা টাইটেল নির্ধারন করার আগে ভাবুন এবং যত্ন নিন। টাইটেল তৈরী করার আগে যে বিষয়গুলো আমাদের মাথায় থাকা উচিত-
নতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ননতুন প্রশ্ন