Terms of Service

Terms of Service

Now in presence quality content, artile and writer hard to find on right time when it needed. If you are seeking qualified article writers to create unique content for you, please log on wewrite bd.com so you can able to, Now in presence quality content, artile and writer hard to find on right time when it needed. If you are seeking qualified article writers to create unique content for you, please log on wewrite bd.com so you can able to, Now in presence quality content, artile and writer hard to find on right time when it needed. If you are seeking qualified article writers to create unique content for you, please log on wewrite bd.com so you can able to..... If you are seeking qualified article writers to create unique content for you, please log on wewrite bd.com so you can able to, Now in presence quality content, artile and writer hard to find on right time when it needed. If you are seeking qualified article writers to create unique content for you, please log on wewrite bd.com so you can able to.....

wewritebd.com টার্মস অব সার্ভিস

এই টার্মস অব সার্ভিস এর মধ্যে প্রাইভেসী পলিসি, আইপি পলিসি এবং প্রদত্ত অন্যান্য গাইড লাইন অথবা ওয়েবসাইটে প্রদর্শিত থাকা কনটেন্ট, এসব কিছুই আইনগতভাবে আপনার সাথে (আপনি, নিবন্ধিত/অনিবন্ধিত ব্যবহারকারী, আপনার, আপনাকে) এবং wewritebd.com (wewritebd.com, আমরা, আমাদের)এর একটি চুক্তিপত্র। wewritebd.com এর ওয়েবসাইট, ডোমেইন এবং সাব-ডোমেইনে প্রদত্ত সেবা ব্যবহার বা ভিজিটের ক্ষেত্রে আপনি এই আইনগত বিষয় মেনে নিচ্ছেন এবং সেই অনুযায়ী কার্যক্রম চালানোর অঙ্গীকার করছেন।

 

wewritebd.com এই সকল টার্মস এন্ড কন্ডিশন এবং সংযুক্ত সকল তথ্য যে কোন সময়, যে কোন প্রকার পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জনের অধিকার ও ক্ষমতা রাখে। যেদিন থেকে পরিবর্তন করা টার্মস অব কন্ডিশন ওয়েবসাইটে আপডেট/আপলোড করা হবে, সেদিন থেকেই তা বলবৎ হবে।

 

ওভারভিউ / সাধারণ সংজ্ঞা

wewritebd.com একটি অনলাইন মার্কেট প্লেস, যেখানে নিবন্ধনকৃত ব্যবহারকারী, পেশাদারী সেবার ক্রেতা (এমপ্লয়ার/গ্রাহক), পেশাদারী সেবা প্রদানে/বিক্রয়ে আগ্রহী বিক্রেতা (ফ্রিল্যান্সার/লেখক) উভয়ে আর্থিক বিনিময়ে সেবা ক্রয়/গ্রহন করেন এবং সেবা বিক্রয়/প্রদান করেন। এর পাশাপাশি নিবন্ধনকৃত ব্যবহারকারীগণ এই ওয়েবসাইটের প্রদত্ত/ঘোষিত (নিচে প্রদত্ত) অন্যান্য সুবিধাসমূহ ব্যবহার করতে পারেন-

 

ক. এমপ্লয়ার/ সেবা ক্রেতা কি পাবেন

এমপ্লয়ার অনলাইন প্রোফাইল তৈরী, লেখা বিষয়ক প্রজেক্ট/চাহিদার বিজ্ঞাপন প্রকাশ, ফ্রিল্যান্সার/লেখক অনুসন্ধান ও নির্বাচন, ফ্রিল্যান্সারের সাথে যোগাযোগ ও মধ্যস্থতা করা, ফ্রিল্যান্সার নির্বাচন করা, প্রজেক্ট ম্যানেজ করা, প্রজেক্ট/লেখক রেটিং এবং ফ্রিল্যান্সার/লেখককে ফিডব্যাক দেয়া।

 

খ. ফ্রিল্যান্সার/ সেবা বিক্রেতা কি পাবেন

ফ্রিল্যান্সার অনলাইন প্রোফাইল তৈরী, প্রকাশিত প্রজেক্টে বিড/আবেদন করা, এমপ্লয়ার এর সাথে মধ্যস্থতা করা, প্রোফাইলে রেটিং পাওয়া, এমপ্লয়ার থেকে ফিডব্যাক গ্রহন এবং প্রজেক্টে ফিডব্যাক প্রদান।

 

এছাড়াও নিবন্ধনকৃত ব্যবহারকারীগন বাড়তি যে সেবা পাবেন, সবই এই টার্মস অব সার্ভিসের (নিচে প্রদানকৃত সেবার সংজ্ঞা অনুযায়ী) অর্ন্তভূক্ত। wewritebd.com যে কোন সময় এই টার্মস অব সার্ভিস সংযোজন, পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জনের অধিকার এবং ক্ষমতা রাখে।

 

গ. একাউন্ট

একাউন্ট মানে এই ওয়েবসাইটে গ্রাহকগণ/ব্যবহারকারীগন (সেবা ক্রেতা-বিক্রেতা/গ্রহীতা/এমপ্লয়ার/ ফ্রিল্যান্সার/লেখক) অনলাইন নিবন্ধনের মাধ্যমে যে একাউন্ট তৈরি করেছেন।

 

ঘ. ওয়েবসাইট/সিস্টেম

ওয়েবসাইট/সিস্টেম মানে wewritebd.com অথবা wewritebd.com প্রদত্ত অন্য কোনো রিপ্লেসমেন্ট URL.

 

 

এই টার্মস অব সার্ভিস ব্যবহারের নিয়মাবলীর এবং বর্নিত অংশগুলোর ব্যাখ্যা নিচে প্রদত্ত হলো-

 

. নিবন্ধন-

.১ যোগ্যতা

wewritebd.com ওয়েবসাইটের মাধ্যমে সেবা গ্রহন করতে হলে আপনার আইনগত সত্ত্বাধিকারী হবার যোগ্যতা থাকতে হবে। আপনার বয়স ১৮ (আঠার) বছর হতে হবে যেন আইনের দৃষ্টিতে কোন চুক্তি করার বৈধতা আপনার থাকে। আমাদের নিবন্ধনকৃত ব্যবহারকারী হবার সময় আপনি এই ওয়েবসাইটের অন্তর্ভূক্ত রেফারেন্স এবং প্রদত্ত টার্মস অব সার্ভিসেস এ সম্মতি জ্ঞাপন করছেন। নিবন্ধনকৃত ব্যবহারকারী হিসেবে আপনি আরো সম্মত হচ্ছেন-

 

(১.১.ক)    টার্মস অব সার্ভিস এবং প্রসেস পদ্ধতি এবং ওয়েবসাইটে যে সকল গাইডলাইন প্রদান করা হয়েছে তা মেনে চলবেন,

(১.১.খ)     এই ওয়েবসাইট ব্যবহারের সময় কোন সেবা ক্রয় এবং ডেলিভারীর জন্য প্রযোজ্য আর্থিক ফি প্রদানে আপনি প্রতিশ্রুত এবং দায়ী থাকবেন,

(১.১.গ)     কোন প্রজেক্ট এর জন্য এমন কোন চুক্তি আপনি করবেন না, যা প্রচলিত আইনে নিষিদ্ধ অথবা ওয়েবসাইটের টার্মস অব সার্ভিসের পরিপন্থী।

বিঃদ্রঃ wewritebd.com তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে টার্মস অব সার্ভিস বা টার্মস অব কন্ডিশন এর পরিপন্থী মনে করলে যে কোন ব্যবহারকারীর আইডি/একাউন্ট এবং প্রজেক্ট স্থগিত, প্রত্যাখান অথবা বাতিল করার অধিকার সংরক্ষন করে।

 

.২ রেজিষ্ট্রেশন/নিবন্ধন করা

আমাদের ওয়েবসাইটের সেবা গ্রহন করার জন্য আপনাকে ব্যবহারকারী হিসেবে অনলাইনের মাধ্যমে একাউন্ট তৈরী করতে হবে। এই নিবন্ধন ফরম পূরন করাকালীন সময়ে আপনি সত্য এবং নির্ভুল তথ্য প্রদান করবেন। আপনি আপনার তথ্যের সত্যতা, সঠিকতা বজায় রাখার জন্য নিয়মিত তথ্য আপডেট করায় সম্মত হচ্ছেন।

 

  ১.৩ একাউন্ট এবং প্রোফাইল

(১.৩.ক) জেনারেল

আপনি নিবন্ধনকৃত ব্যবহারকারী হবার জন্য নিবন্ধন করার পর, ওয়েবসাইটে আপনার নামে আপনার প্রদত্ত তথ্য নিয়ে স্বতন্ত্র একটি একাউন্ট/প্রোফাইল তৈরি হবে।

 

(১.৩.খ) ইউজার নেম এবং পাসওয়ার্ড

আপনি এই ওয়েবসাইটে নিবন্ধন করার পর আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড সংরক্ষন করার দায়িত্ব আপনার এবং এই ইউজার নেম ও পাসওয়ার্ড শুধুমাত্র আপনি ব্যবহার করার অধিকার রাখেন। যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অন্য কেউ ওয়েবসাইটে প্রবেশ করেন, তবে তার কার্যাবলীর জন্য আপনি দায়বদ্ধ হবেন। তাই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিকভাবে সংরক্ষন করুন। যদি আপনার মনে হয় আপনার ইউজার এবং পাসওয়ার্ড অন্য কেউ ব্যবহার করছে, তবে অতি সত্ত্বর আপনি পাসওয়ার্ড পরিবর্তন অথবা প্রয়োজনে wewritebd.com কে অবহিত করবেন।

(১.৩.গ) ফ্রিল্যান্সার

ওয়েবসাইটের প্রদত্ত সেবা অনুযায়ী, ফ্রীল্যান্সার ওয়েবসাইটে প্রকাশ হওয়া প্রজেক্টে বিড/আবেদন করতে পারবেন।

(১.৩.ঘ) এমপ্লয়ার

 এমপ্লয়ার/গ্রাহক তার চাহিদা অনুযায়ী লেখা সর্ম্পকিত বিজ্ঞাপন প্রকাশ এবং তার প্রকাশিত প্রজেক্টের জন্য লেখক নিয়োগ দিতে পারবেন।এছাড়াও গ্রাহক তার নিজ প্রয়োজনে লেখক কর্তৃক বিক্রয়ের জন্য প্রকাশিত লেখাসমূহ  ক্রয় করতে পারবেন।

 

 

. সম্পর্ক

.১ এমপ্লয়ার এবং ফ্রীল্যান্সার সম্পর্ক

(২.১.ক) প্রজেক্ট চুক্তিপত্র

ফ্রীল্যান্সার এবং এমপ্লয়ার উভয়ের মাঝে কোন প্রজেক্ট কনট্রাক্ট বা চুক্তি হলে, বিড/আবেদন করা কোড এ সম্মত হবার মাধ্যমে এমপ্লয়ার উক্ত প্রজেক্ট/সম্পর্কিত সেবা ফ্রীল্যান্সার এর কাছ থেকে নির্ধারিত মূল্যে গ্রহন করার জন্য সম্মত হচ্ছেন এবং ফ্রীল্যান্সার উক্ত প্রজেক্ট চুক্তি অনুযায়ী নির্ধারিত মূল্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরবরাহ করার জন্য সম্মত হচ্ছেন। এছাড়াও উভয়ের মাঝে সম্পদিত চুক্তিপত্রের বিষয়সমূহ যেমন- প্রজেক্ট বিড, প্রজেক্ট বর্ননা, প্রজেক্ট শর্তাবলী এবং উভয়ের মাঝে স্বতন্ত্র যোগাযোগের মাধ্যমে যে সকল বিষয়ে একমত হয়েছেন-

(২.১.খ)  ওয়েবসাইটের শর্তাবলী

কোন পক্ষই wewritebd.com ওয়েবসাইটের টার্মস এন্ড কন্ডিশনের সাথে সাংঘর্ষিক কোন শর্তাবলী চুক্তিতে অর্ন্তভূক্ত করবেন না। যদি ওয়েবসাইটের টার্মস এন্ড কন্ডিশনের সাথে সাংঘর্ষিক কোন শর্তাবলী প্রজেক্ট চুক্তিতে অর্ন্তভূক্ত করা হয়, তা অকার্যকর এবং অগ্রহনযোগ্য হিসেবে গন্য হবে।

(২.১.গ)  পাওনা পরিশোধের দায়বদ্ধতা

এমপ্লয়ার প্রজেক্ট বিজ্ঞাপন প্রকাশ, প্রজেক্ট নিরীক্ষা, ফ্রিল্যান্সার নির্বাচন, পরিচালনা, ডেলিভারী গ্রহন এবং সন্তোষজনক সেবা পাওয়ার মাধ্যমে প্রজেক্ট চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্রীল্যান্সারকে মূল্য প্রদান করার জন্য দায়বদ্ধ। এমপ্লয়ার এবং ফ্রীল্যান্সার উভয়পক্ষ অনলাইন চুক্তিপত্রের ওয়াদা অনুযায়ী, বিশ্বাস বজায় রেখে, প্রজেক্ট বিনিময়ের মাধ্যমে লেনদেন করার জন্য সম্মত হয়েছেন।

(২.১.ঘ)  প্রজেক্টের সময় এবং গুনগতমান

এমপ্লয়ার কর্তৃক নির্বাচিত ফ্রীল্যান্সার প্রজেক্ট চুক্তিপত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে গুনগত এবং মানসম্পন্ন প্রজেক্ট এমপ্লয়ারকে সরবরাহ করা জন্য দায়বদ্ধ।

(২.১.ঙ)  স্বাধীনতা

এমপ্লয়ার এবং ফ্রীল্যান্সার উভয়ে জানেন এবং সম্মতি প্রদান করছেন যে, তাদের সর্ম্পক স্বাধীন কন্ট্রাকটর হিসেবে কার্যকর। ফ্রীল্যান্সার/লেখক তার প্রজেক্ট সম্পাদন করবেন স্বাধীন কন্ট্রাক্টর হিসেবে। প্রজেক্ট চুক্তি সম্পাদন হলে, কোনভাবেই উভয়পক্ষের মধ্যে কোন অংশীদারিত্ব, জয়েন্ট ভেঞ্চার, এজেন্সী অথবা নিয়োগকর্তা-নিয়োগকর্মী সম্পর্ক সৃষ্টি হয়েছে বলে গন্য হবে না। এই চুক্তি অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট প্রজেক্ট বাস্তবায়নের জন্য ফ্রীল্যান্সার/লেখক এমপ্লয়ার/গ্রাহক এর সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন।

 

.২ নিবন্ধনকৃত ব্যবহারকারী এবং উইরাইটবিডি.কম সম্পর্ক

(২.২.ক) জেনারেল

wewritebd.com কোন প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে ফ্রীল্যান্সার/লেখক এবং এমপ্লয়ার/গ্রাহক উভয়ের মাঝে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা নিয়োগকর্তা নয়। wewritebd.com এই ওয়েবসাইটে এমপ্লয়ার কর্তৃক প্রকাশিত কোন প্রজেক্ট বিজ্ঞাপন এর সত্যতা, যথার্থতা, ফ্রীল্যান্সারের সেবার কোয়ালিটি, লিগ্যালিটি, গ্যারান্টি, নিরাপত্তা প্রদান এবং নিবন্ধনকৃত ব্যবহারকারীর সার্ভিস প্রদান করার সামর্থ্য, যোগ্যতা, ব্যাকগ্রাউন্ডের যথার্ততা নিশ্চিত করে না। ফ্রীল্যান্সারের সেবা প্রদান এবং এমপ্লয়ার এর গ্রহনকৃত সেবার জন্যে পেমেন্ট করার সামর্থ্য অথবা এমপ্লয়ার অথবা ফ্রীল্যান্সার কোন প্রজেক্ট সম্পূর্ণ করতে পারবে অথবা করবে, তেমন নিশ্চয়তা প্রদান করে না। ওয়েবসাইটে প্রকাশিত প্রজেক্টের জন্য ফ্রীল্যান্সার নিয়োগ, নিয়ন্ত্রন, কাজের জন্য প্রদত্ত শর্তাবলী তৈরী, প্রজেক্ট থেকে বাদ দেয়া, এ ধরনের কোন নিয়ন্ত্রন wewritebd.com করে না। সেবা ক্রয় বা বিক্রয় অথবা সেবা যথাসময়ে ডেলিভারী দেয়ার জন্য চুক্তি ফ্রীল্যান্সার এবং এমপ্লয়ার নিজ দায়িত্বে সম্পাদন করবেন। কোন প্রজেক্ট সম্পাদন করার জন্য wewritebd.com কোন ফ্রীল্যান্সার অথবা তার জন্যে প্রয়োজনীয় কোন সামগ্রী বা টুলস সরবরাহ করবে না। ফ্রীল্যান্সার এবং এমপ্লয়ার অবশ্যই প্রজেক্ট সর্ম্পকিত তাদের চুক্তি সম্পাদন, প্রজেক্ট নিয়ন্ত্রন, সম্পাদন, প্রজেক্ট সম্পকিত উদ্ভূত সমস্যা সমাধান, কার্যাবলী, প্রজেক্ট ডেলিভারী এবং অন্য কোন টার্মস অব কন্ডিশন, লেনদেন, নিরাপত্তা, নিশ্চয়তা ইত্যাদি বিষয়সমূহ নিজ দায়িত্বে সম্পাদন করবেন।

 

(২.২.খ) প্রকল্প চুক্তির বেনিফিশিয়ারী তৃতীয় পক্ষ

এমপ্লয়ার এবং ফ্রিল্যান্সার উভয়েই জানেন এবং সম্মত হচ্ছেন wewritebd.com ওয়েবসাইটের ভ্যালু, সুনাম, সমৃদ্ধি তাদের প্রজেক্ট চুক্তি করা এবং সেই অনুযায়ী যথাযথভাবে উভয়পক্ষের পালনের উপর নির্ভরশীল। এমপ্লয়ার এবং ফ্রিল্যান্সার wewritebd.com তাদের প্রজেক্ট বেনিফিশিয়ারীর তৃতীয় পক্ষ হিসেবে সুবিধাভোগী। এমপ্লয়ার এবং ফ্রিল্যান্সার সম্মত আছেন যে, wewritebd.com ওয়েবসাইটের ভ্যালু, রেপুটেশন এবং সম্মান রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় মনে করলে তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে, যে কোন প্রজেক্ট, এমনকি উভয় পক্ষের একাউন্ট স্থগিত, বাতিল অথবা অন্য যে কোন আইনগত ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।

(২.২.গ) এজেন্সী

এই টার্মস অব সার্ভিস এবং এই ওয়েবসাইটের ব্যবহারকারীগণ অথবা নিবন্ধিত ব্যবহারকারীগণ কোন ভাবেই wewritebd.com এর সাথে কোন এজেন্সী, ফ্রাঞ্চাইজি, পার্টনারশীপ অথবা জয়েন্ট ভেঞ্চার এর সর্ম্পক নির্দেশ করেনা।

(২.২.ঘ) বিবিধ পেমেন্ট শর্তাবলী

wewritebd.com মার্চেন্ট হিসেবে কোন লেন-দেন এর ক্ষতি, হারিয়ে যাওয়া; এ ধরনের প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে উদ্ভূত কোন সমস্যার জন্য দায়বদ্ধ নয়।

(২.২.ঙ)  স্বীকৃতি

আপনি সম্মত আছেন এবং স্বীকার করছেন যে

১) wewritebd.com আপনাকে কোন আইনি সেবা প্রদান করছে না বা আইনগত কোন বিষয়ে আপনাকে পরামর্শ প্রদান করবে না।

২) যদি আপনার আইনি কোন পরামর্শের প্রয়োজন মনে করেন তবে আপনি কোন স্বাধীন আইন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহন করবেন এবং এর জন্য wewritebd.com এর উপর নির্ভর করবেন না।

 

.  অবসান এবং স্থগিতাদেশ

৩.১। এই টার্মস অব সার্ভিস, আপনি ওয়েবসাইট ব্যবহার করা শুরু করার সাথে সাথেই আপনার চুক্তি হিসেবে কার্যকর শুরু হবে এবং আপনার একাউন্ট আপনি অথবা wewritebd.com বাতিল না করা পর্যন্ত কার্যকর থাকবে।

৩.২। ওয়েবসাইট এবং ব্যবহারকারী দুই পক্ষের মধ্যে কোন চুক্তি চলাকালীন সময়ে এই টার্মস অব সার্ভিসের মধ্যে, যে কোন পক্ষ অপর পক্ষকে, যে কোন সময় নোটিশ প্রদান করে চুক্তিপত্র বাতিল করতে পারবেন।

৩.৩। আমাদের অন্যান্য সেবাগুলো সীমাবদ্ধ না করে, আমরা কোন সর্তকবার্তা দিতে পারি অথবা অস্থায়ীভাবে স্থগিত, আপনার একাউন্ট অথবা কোন প্রজেক্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, এবং সকল অথবা কোন সেবা প্রদান করতে অস্বীকৃতি জানাতে পারি যদি-

(৩.৩.ক) কোন সেবার প্রদত্ত টার্মস অব সার্ভিস অথবা টার্মস অব কন্ডিশনের সকল অথবা কোন একটি শর্ত অথবা কোন পলিসি ভঙ্গ করেন,

(৩.৩.খ) আমরা আপনার প্রদত্ত তথ্যের সত্যতা যাচাইয়ে অক্ষম অথবা

(৩.৩.গ) আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে এমন মনে হয়, আপনার কোন কার্যক্রম আমাদের অথবা রাষ্ট্রের প্রচলিত আইন বিরোধী হওয়ার সম্ভাবনা আছে অথবা আমাদের ওয়েবসাইটের অথবা নিবন্ধিত ব্যবহারকারীগনের স্বার্থ পরিপন্থী হবার সুযোগ আছে। একবার যদি আপনার একাউন্ট স্থগিত অথবা বাতিল করা হয়, আপনি ওই একাউন্টের মাধ্যমে অথবা ভিন্ন কোন একাউন্টের মাধ্যমে অথবা নতুন কোন একাউন্ট নিবন্ধন করে কোন কার্যক্রম চালাতে পারবেন না।

৩.৪। কোন কারনে যদি আপনার একাউন্ট বাতিল করা হয়, আপনি ওয়েবসাইটে সংরক্ষিত কোন ডাটা, মেসেজ, ফাইল অথবা অন্য কোন তথ্য একসেস করতে পারবেন না। তথ্যসমূহ আপনার সকল পোষ্ট এবং প্রপোজালসহ ডিলিট করে দেয়া হতে পারে।

 

 

. গোপনীয়তা এবং বিশ্বস্ততা

এই ওয়েবসাইটের ব্যবহার এবং সেবাসমূহ উইরাইটবিডি.কম টার্মস অব সার্ভিস, টার্মস এন্ড কন্ডিশন, এবং প্রাইভেসী পলিসি দ্বারা নিয়ন্ত্রিত এবং আওতাধীন। উইরাইটবিডি.কম এর প্রাইভেসী পলিসি পর্যালোচনার করার দায়িত্ব আপনার। ওয়েবসাইটে প্রদত্ত প্রাইভেসী পলিসি যে কোন সময় আপডেট করা হতে পারে, যা আপনাকে অবহিত করা হবে। ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত তথ্যসমূহ উইরাইটবিডি.কম গোপন রাখার জন্য অঙ্গীকার করে, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষা সংস্থা, অথবা আইন প্রয়োগকারী কোন সংস্থা এই তথ্য প্রয়োজন মনে করলে এবং আমাদের কাছে চাইলে, তথ্য দিয়ে আমরা সহযোগীতা করবো, এতে আপনি সম্মতি দিচ্ছেন।

 

.১ নিবন্ধিত ব্যবহারকারীর কনটেন্ট

 আমাদের ওয়েবসাইটে যে সকল তথ্য আপনি প্রকাশ করছেন, তার পুরো দায়-দায়িত্ব আপনার এবং সেই সাথে কোন

ক) টেক্সট, অডিও, ভিডিও, ফটোগ্রাফিক কনটেন্ট (সমষ্টিগতভাবে “মাল্টিমিডিয়া” কনটেন্ট),

খ) ইমেল ফিচার অথবা উ wewritebd.com এর ফিডব্যাক ফিচারের মাধ্যমে, পাবলিক মেসেজ এরিয়াতে কোন পোষ্টিং অথবা লিষ্টিং (সমষ্টিগতভাবে “নন-মাল্টিমিডিয়া কনটেন্ট”) এবং

গ) অন্য কোন কনটেন্ট যা আপনি(কোম্পানী হলে কোম্পানীর প্রদত্ত তথ্য) ব্যক্তিগত তথ্য হিসেবে প্রদান করেন; বায়োগ্রাফি, কাজের ইতিহাস, কাজের উদাহরণ, ওয়েবসাইটের অন্য নিবন্ধিত ব্যবহারকারীগনের কাছে তুলে ধরেন। আপনি ঘোষনা দিচ্ছেন, প্রদত্ত সকল মাল্টিমিডিয়া কনটেন্ট এবং ব্যক্তিগত কনটেন্ট এর মালিকানা আপনার নিজস্ব এবং নিজ দায়িত্বে এ সকল কনটেন্ট আপনি দিচ্ছেন এবং দেয়ার জন্য প্রয়োজনীয় অধিকার এবং লাইসেন্স আপনার আছে (লাইসেন্স প্রযোজ্য হলে)।

গ) আপনি wewritebd.com কে আপনার নন-মাল্টিমিডিয়া কনটেন্ট এর অধিকার প্রদান করছেন। আপনি আমাদেরকে সম্মতি দিচ্ছেন, মাল্টিমিডিয়া কনটেন্টকে বিশ্বব্যাপী, বাধাহীন, রয়্যালিটি ফ্রি, অপরিবর্তনীয়ভাবে প্রচার করার কপিরাইট এবং প্রচার করার অধিকার দিচ্ছেন, এবং প্রয়োজনে আমরা বিজ্ঞাপনে এ আপনার প্রদত্ত মাল্টিমিডিয়া কনটেন্ট ব্যবহার করতে পারবো।

 

৪.২। আপনি যে সকল তথ্য দিতে পারেন না:

ক) তৃতীয়পক্ষের অধিকার, মেধাসত্ব, প্রচার অথবা গোপনীয়তার সীমালঙ্ঘনমূলক

খ) মিথ্যা, মানহানিকর, নিন্দাপূর্ন, হুমকি বা হয়রানিমূলক

গ) অশোভন, অশ্লীল অথবা পর্নোগ্রাফি

wewritebd.com ব্যবহারকারী দ্বারা উল্ল্যেখিত ধরনের তথ্য প্রকাশ করা অনুমোদন করে না এবং ওয়েবসাইটে কেউ আপনার সর্ম্পকে এমন কোন তথ্য পোষ্ট করলে তার জন্য আমরা দায়ী নই। যদি আমাদের বিবেচনায় আসে, ওয়েবসাইটে পোষ্ট করা কোন তথ্য প্রকাশের অনুপযুক্ত ছিল তার বিরুদ্ধে আমরা যে কোন ধরনের ব্যবস্থা গ্রহন এবং উক্ত একাউন্ট বাতিল করার অধিকার আমাদের আছে। আপনার অথবা অন্য কোন নিবন্ধিত ব্যবহারকারীর অথবা অন্য কনটেন্ট প্রোভাইডার কর্তৃক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য আমরা নিয়ন্ত্রন করি না এবং করতে পারি না।

 

 

. উপস্থাপন, দাবী ত্যাগ, সীমাবদ্ধতা এবং বহিস্কার

.১ সকল নিবন্ধিত ব্যবহারকারী নিশ্চয়তা দিচ্ছেন এবং সম্মত হচ্ছেন:

(৫.১.ক) এই টার্মস অব সার্ভিস এর সীমার মধ্যে ব্যবহারকারী তার একাউন্ট কার্যক্রম চালাবেন, এবং ব্যবহারকারী এই একাউন্টে অন্য কাউকে একসেস করার জন্যে সম্মতি বা সুযোগ দিবেন না।

(৫.১.খ) আপনার একাউন্ট থেকে পরিচালিত কার্যক্রমের জন্য আপনি দায়বদ্ধ। অন্য কোন নিবন্ধিত ব্যবহারকারীর ইউজার নেম, পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন না এবং করার জন্যে কোন চেষ্টা করবেন না। কোন তৃতীয়পক্ষকে আপনি আপনার একাউন্ট কখনও ব্যবহার করার অনুমতি দিবেন না।

(৫.১.গ) আপনি এমন কোন ডিভাইস, সফটওয়্যার, ভাইরাস, ট্রোজান হর্স, ওয়ার্ম, ম্যালওয়্যার, টাইম বম্ব, রোবট অথবা অন্য কোন ভাবে এমন কোন কার্যক্রম করবেন না যা এই ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইটে পরিচালিত কর্মকান্ড, লেন-দেন এ হস্তক্ষেপ করা করা হয় বা ক্ষতিগ্রস্ত হয়।

(৫.১.ঘ) ওয়েবসাইট থেকে কোন তথ্য চুরি বা সরানোর কোন কার্যক্রম চালাবেন না। ওয়েবসাইটের অবকাঠামো, সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়, ডাউন হয় এমন কোন কার্যক্রম, বৃহত্তর কোন ই-মেইল টেকনিক, স্প্যাম অথবা অন্য কোন কার্যক্রম চালাবেন না।

(৫.১.ঙ) আমাদের টার্মস অব সার্ভিস অনুয়ায়ী ওয়েবসাইট ব্যবহার করে ব্যবসায়িক লেনদেনের করার সক্ষমতা আছে।

(৫.১.চ) আপনি অন্য নিবন্ধিত ব্যবহারকারীর সাথে ব্যবসায়িক লেনদেনের উদ্দেশ্যেই ওয়েবসাইট ব্যবহার করছেন।

(৫.১.ছ) আপনি এই ওয়েবসাইট অথবা ওয়েবসাইটের কোন সার্ভিস, কোন ব্যক্তি, সত্ত্বা বা প্রতিষ্ঠানের সাথে, ওয়েবসাইটের কোন নিবন্ধিত ব্যবহারকারীর সাথে বিভ্রান্তি অথবা প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করবেন না।

 

.২ ওয়ারেন্টি ডিসক্লেইমার

wewritebd.com ওয়েবসাইটে তৃতীয়পক্ষের নিজস্ব এবং প্রদত্ত পোষ্টিং সর্ম্পকে কোন নির্ভরযোগ্যতা, যথার্থতা, পরিচয়, কোয়ালিটি সর্ম্পকে কোন নিশ্চয়তা প্রদান করতে পারি না।

 

.৩ দায়বদ্ধতার সীমাবদ্ধতা-

কোন বিশেষ, পরোক্ষ, হঠাৎ কোন ক্ষতির জন্যে প্রফিট, বিজনেস এর লাভ-ক্ষতি, সম্মান বা ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য। কোন পরিস্থিতিতেই আমরা বা আমাদের তৃতীয় পক্ষ সার্ভিস প্রোভাইডাররা আপনার কাছে বা অন্য কোন নিবন্ধিত/অনিবন্ধিত ব্যবহারকারীর নিকট দায়বদ্ধ নই।

 

.৪ জেনারেল রিলিজ

এই সাইটে নিবন্ধিত কোন ব্যবহারকারীর সাথে যদি কোন বিষয়ে আপনার দ্বন্দ্ব বা বিতর্ক তৈরি হয় তবে উক্ত দ্বন্দ বা বিতর্কের প্রকৃতি, জ্ঞাত এবং অজ্ঞাত উদ্ভুত পরিস্থিতি অথবা কোন ধরনের সংযোগ আছে এমন কোন দায় থেকে আপনি wewritebd.com কে (প্রতিষ্ঠান, ষ্টাফ, ডিরেক্টর, এজেন্ট, অধীনস্থ কোম্পানী, কর্মচারী এবং যৌথ উদ্যোক্তাদের)মুক্তি দিচ্ছেন।

 

.৫ ক্ষতিপূরণ

আপনি wewritebd.com কে যে কোন প্রকার ক্ষতিপূরণ, খরচ, ব্যয় এবং অন্যান্য দায় থেকে মুক্ত রাখবেন। এছাড়াও ‍যদি তৃতীয় কোন পক্ষ নিম্নোক্ত কারনে wewritebd.com এর বিরুদ্ধে কোন খরচ, দায়, ক্ষতিপূরণ দাবী, প্রক্রিয়া অথবা অন্য কোন ধরনের পদক্ষেপ নেন তবে ক্ষতিপূরণ দিতে সম্মত আছেন, যেমন- 

১) আপনার এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে, অন্য নিবন্ধিত ব্যবহারকারীর কাছ থেকে কোন অফার গ্রহন অথবা পোষ্টিং দেয়ার কারনে

২) ওয়েবসাইটের মাধ্যমে কোন নিবন্ধিত ব্যবহারকারীর সাথে আপনার কোন ব্যবসায়িক চুক্তি অথবা কোন ব্যবহারকারী কোন পাওনার জন্য দাবী করলে

৩) এই টার্মস অব সার্ভিসের কোন শর্ত আপনি ভঙ্গ করলে

৪) আয়কর এর জন্য কোন পেমেন্ট দায় প্রযোজ্য হলে

৫) ব্যবহারকারীর কোন প্রকার অবহেলা বা ইচ্ছাকৃত ভূলের জন্য কোন দায় তৈরি হলে

৬) আপনার কোন কাজের জন্য কোন ফ্রিল্যান্সার এর কাছে কোন পেমেন্ট বা ফিস প্র্রযোজ্য হলে

৭) ফ্রিল্যান্সারের প্রতি আপনার বাধ্যবাধকতা।

এ ধরনের ক্ষতির ক্ষেত্রে আমাদের কার্যক্রম হবে: 

এই সকল দাবী, চাহিদা, মূল্য, দায়, লস অথবা হুমকির জন্য আমরা লিখিত নোটিফিকেশন দিয়ে জানাবো। এগুলোর পক্ষ সমর্থন এবং নিস্পত্তির জন্য আমরা আপনার সাথে সহযোগীতা করবো এবং আপনাকে এ ধরনের পক্ষ সমর্থন অথবা নিস্পত্তি নিয়ন্ত্রন করার জন্য সম্মতি প্রদান করবো। আমরা এ ধরনের আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে অংশগ্রহনের জন্য নিজেদের নিজস্ব খরচে নিজস্ব পরামর্শক নিয়োগ করবো এবং যদি কোন অন্যায় ঘটে তাহলে আমরা সরকারের প্রযোজ্য এজেন্সী বা সংস্থার কাছে প্রতিবেদন দেয়ার অধিকার রাখি।

 

.৬লিংক সমূহ

এই ওয়েবসাইটে তৃতীয়পক্ষের ওয়েবসাইটের লিংক থাকতে পারে সেগুলো wewritebd.com এর অপারেশনের নিয়ন্ত্রনের বাইরে। এই লিংকগুলো শুধুমাত্র বিজ্ঞাপনের স্বার্থে ব্যবহার করা হয়, কিন্তু অর্ন্তভূক্ত এই লিংকগুলোর বিষয়বস্তুর সত্যতা এবং নিরাপত্তার জন্য wewritebd.com দায়বদ্ধ নয়। তাই এই ধরনের কোন লিংকে ক্লিক করার সময় নিজ দায়িত্বে সচেতনতার সাথে ক্লিক করুন।

 

.৭ তথ্য

এই ওয়েবসাইটে আপনার বিজনেস রেকর্ড তৈরি, তথ্য ভান্ডার এবং ব্যাকআপ রেকর্ডের জন্য আপনি নিজে দায়বদ্ধ। এই টার্মস অব সার্ভিস এবং এই সাইটে নিবন্ধন করার জন্য অথবা নিয়মিত ওয়েবসাইট ব্যবহার করার কারনে, wewritebd.com স্টোর, ব্যাকআপ, সংরক্ষন অথবা যে কোন সময়ে ডাটা একসেস করার জন্য দায়িত্ব নিচ্ছে না।

 

 

. অন্যান্য টার্মস অব কন্ডিশন-

৬.১ আইনগত সম্মতিঃ

এই ওয়েবসাইট বাংলাদেশের প্রচলিত আইনের অধীনে পরিচালিত। আপনি অন্য কোন দেশের নাগরিক হলেও এই ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আপনি প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক কোন কনটেন্ট বা কর্মকান্ড পরিচালনা করতে পারবেন না।

.২। প্রয়োগ

এই টার্মস অব সার্ভিস এর কোন অংশ যদি অপ্রয়োগযোগ্য হিসেবে বিবেচিত হয়, প্রয়োগযোগ্য করার জন্য সর্বাধিকভাবে চেষ্টা করা হবে এবং বাকী প্রয়োগযোগ্য অংশগুলো কার্যকর থাকবে।

.৩। একাউন্ট ট্রান্সফার

এই টার্মস অব সার্ভিসের অধীনে, wewritebd.com এর লিখিত কোন অনুমতি ব্যতিরেকে আপনি আপনার অধিকার এবং দায়-দায়িত্ব (একাউন্টসহ)কোনভাবেই অন্য কারো কাছে অর্পন বা হস্তান্তর করতে পারবেন না। এ ধরনের প্রচেষ্টা বা কার্যাবলী অগ্রহনযোগ্য এবং অকার্যকর হিসেবে বিবেচিত হবে। wewritebd.com তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে এই পরিষেবার শর্তাবলী নির্ধারন করতে পারবে।

৬.৪। সেবার ব্যাঘাত

wewritebd.com তার সেবাগ্রহীতাকে সর্ব্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। কিন্তু ষ্টাফ ধর্মঘট, দূর্ঘটনা, অগ্নিদুর্ঘটনা, বন্যা, টেলিযোগাযোগ বা ইন্টারনেটের সঞ্চালন ব্যর্থতা, স্ট্রাইক, যুদ্ধ, দাঙ্গা, বিদ্রোহ, অবরোধ, সরকারের নিয়ন্ত্রন আরোপ, সরকারি প্রয়োজনীয়তা এবং প্রবিধান বা আইনের সীমাবদ্ধতা অথবা নিয়ন্ত্রনযোগ্য নয় এমন কোন পরিস্থিতির কারনে ব্যবহারকারীর সেবা পাওয়ার ক্ষেত্রে কোন অসুবিধার সম্মুখীন হলে তার জন্যে wewritebd.com দায়ী থাকবে না।

.৫। নোটিশ

এই টার্মস অব সার্ভিসের অধীনে, wewritebd.com সকল নোটিশ ব্যবহারকারীর ই-মেইল এড্রেসে (যে ই-মেইল এড্রেস ব্যবহারকারী wewritebd.com এ নিবন্ধনের সময় প্রদান করেছেন) পাঠানো হবে। পাঠানোর তারিখ থেকে ১০ (দশ) কার্য দিবসের পর এই লিখিত নোটিশ (ই-মেইল) পঠিত হয়েছে বলে গন্য করা হবে। আপনার ই-মেইল এড্রেস আপডেট রাখুন যেনো আমরা প্রয়োজনীয় তথ্য এবং নোটিফিকেশন আপনাকে পাঠাতে পারি। নিবন্ধন সময়কালীন প্রদত্ত ই-মেইল এড্রেস যদি পরিবর্তিত হয় তবে তা আপনি ওয়েবসাইটের একাউন্ট ইনফরমেশন সেকশনে পরিবর্তন করবেন।

Close

Close
Close

Upload your image