For Writers

পত্রিকার খবর অথবা সোস্যাল মিডিয়ার পোষ্ট, টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে নাটক-সিনেমার স্ক্রিপ্ট, ওয়েব পোর্টাল অথবা পণ্যের রিভিও; সবকিছুতেই একজন লেখকের প্রয়োজন হয়। লেখার ক্ষমতা দিয়েই মানুষ মানুষকে জয় করে, স্বপ্ন দেখায়। আনন্দিত-দুঃখিত, আগ্রহী অথবা ক্রুদ্ধ করে তোলে। এই ক্ষমতা একদিনে তৈরী হয় না, দিনে দিনে তা শক্তিশালী হয় অক্লান্ত চেষ্টা, ভুল এবং লেগে থাকার ইচ্ছের মাধ্যমে। লিখতে পারা সহজ নয় বলেই কে, কখন, কারটা চুরি করবে; তা নিয়ে প্রতিযোগিতা চলে। তাই চারদিকে এখন কপি-পেষ্ট আর কমন আইডিয়ার ছড়াছড়ি। তবে চুরি করার সময় শেষ হয়ে আসছে। ভবিষ্যতে অন্যের লেখা চুরি করতে হলেও বিশেষজ্ঞ হতে হবে।

একজন লেখকের বয়সের সীমারেখা নেই, নেই কোনো বাধাধরা সময় অথবা সামাজিক অবস্থান। ‘কিশোর থেকে বৃদ্ধ, গৃহিনী থেকে রাজনীতিবিদ, শিক্ষার্থী অথবা ব্যবসায়ী’ ইচ্ছে থাকলেই লিখতে পারে। তথ্য-প্রযুক্তির কল্যানে লিখতে পারা যায় বিছানায় শুয়ে, বারান্দায় দাড়িয়ে, বাথরুম থেকে অথবা রাস্তায় যানবাহনে চলতে চলতে। আপনি যদি ভালো লিখতে পারেন তবে তার চাহিদা নিশ্চিতভাবে সার্বজনীন, তেমনি আপনি যদি মোটামুটি লিখেন, তবে তারও চাহিদা কারো না কারো কাছে নিশ্চই আছে। তাই লিখুন এবং লিখতে থাকুন।

Wewriebd.com বাংলাদেশের জানা-অজানা, দক্ষ-অদক্ষ সকল স্তরের লেখকগণকে বানিজ্যিক ভিত্তিতে লিখতে আগ্রহী করার উদ্দেশ্যে নিচের সূবিধাগুলো প্রদান করছে।

 

একাউন্টের মাধ্যমে সহজেই এবং দ্রুত খুঁজে পাওয়ার সম্ভাবনা

একাউন্ট তৈরীর মাধ্যমে একজন লেখক হিসেবে আপনি Wewriebd.com এর সকল সুবিধা ব্যবহার করতে পারবেন এবং দক্ষতা ও অভিজ্ঞতা প্রকাশ করতে পারবেন। কোনো গ্রাহকের যদি নির্দিষ্ট কোন বিষয় ভিত্তিক লেখার প্রয়োজন হয়, তবে তিনি কাজের রেট, দক্ষতা, রেটিংস অনুযায়ী অনুসন্ধান করে সহজেই আপনাকে খুঁজে পেতে পারেন। ফলে গ্রাহকের সাথে আপনার সরাসরি সম্পর্ক তৈরী হবার সুযোগ বৃদ্ধি পায়।

 

প্রকাশিত লেখা বিষয়ক কাজের জন্য আবেদন করার সুযোগ

এই সাইটে গ্রাহক কর্তৃক প্রকাশিত লেখা বিষয়ক কাজের বিজ্ঞাপন থেকে আপনার পছন্দসই কাজের জন্য সময় ও মূল্য নির্ধারন করে আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে আপনি গ্রাহক সম্পর্কিত তথ্য তার পেইজে দেখে নিতে পারবেন। Wewriebd.com এ স্বয়ংক্রিয় ব্যবস্থার কারনে আবেদনকৃত কাজটি আপনি অথবা অন্য লেখকগণ পেলেন কিনা, তা তাৎক্ষনিক তথ্য পাবেন।

 

গ্রাহক-লেখক অনলাইন ভিত্তিক স্বতন্ত্র চুক্তিপত্র

প্রতিটি কাজের শুরুতেই গ্রাহক এবং লেখকের মাঝে একটি অনলাইন ভিত্তিক চুক্তিপত্র সম্পদিত হয়। যেখানে উভয়পক্ষের নাম, চুক্তিপত্রের আইডি, প্রজেক্ট টাইটেল, ডেলিভারী তারিখ, কাজের মূল্য, পেমেন্ট সিস্টেম এবং প্রজেক্ট সম্পর্কিত শর্তাবলী উল্ল্যেখ থাকে যা উভয়পক্ষ অনলাইনে অনুমোদন করেন।

 

কার্যকর যোগাযোগ ব্যবস্থা

প্রাপ্ত কাজ চলাকালীন সময় আপনি কাজের অগ্রগতি সম্পর্কে গ্রাহককে রিপোর্ট এবং তার মতামত গ্রহণ করতে পারবেন। প্রতিটি কাজের জন্য স্বতন্ত্র মেসেজিং অপশন আছে, তাই প্রজেক্ট চলাকালীন সময়ে উভয়পক্ষের মাঝে কি কি আলোচনা হয়েছিলো; তা ইতিহাস আকারে সংরক্ষিত হয়। এর মাধ্যমে উভয়পক্ষের মাঝে কোনো অনাকাঙ্খিত সমস্যা সৃষ্টি হলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

 

প্রজেক্ট ম্যানেজ টুলস

লেখক হিসেবে যে কোন কাজ পাওয়ার পর আপনি Wewriebd.com  এর টেক্সট এডিটর ব্যবহার করে প্রজেক্ট তৈরী, এডিট, ড্রাফট সেইভ এবং শেয়ার করতে পারবেন। আপনার কনটেন্ট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ডাটাবেইজে জমা থাকার কারণে গ্রাহক সহজেই তা জানতে পারেন।

 

আপনার লেখা বিক্রয়ের সুযোগ

তৈরী করা কনটেন্ট বিক্রয়ের জন্য আপনার একাউন্টে প্রকাশ করে রাখতে পারবেন। গ্রাহকের যদি সেই কনটেন্ট পছন্দ/প্রয়োজন হয় তবে তিনি নির্ধারিত মূল্যেআপনার নিকট থেকে তা কিনে নিতে পারবেন। এছাড়াও আপনার লেখা পাঠকদের জন্য প্রকাশ করতে পারেন। এতে পাঠক সংখ্যা বৃদ্ধিসহ, গ্রাহক মতামতের কারণে আপনার লেখনী দক্ষতা প্রমান করার সুযোগ থাকে।

 

লেখার ব্র্যান্ডিং তৈরী করা

মানুষ অন্যের মন পড়তে পারে না। মানুষ জানেনা যে আপনি কেমন লিখেন, যতক্ষন না আপনি তাদের পড়তে দেন অথবা তাদের কাজ করেন। আপনার অভিজ্ঞতা, আপনার কাজ সম্পর্কে গ্রাহকের মতামত, মূল্যায়ন, পাঠকদের মন্তব্যের উপর নির্ভর করে Wewriebd.com  এর স্বয়ংক্রিয় সিস্টেম লেখক হিসেবে আপনার ব্র্যান্ডিং/রেটিং তৈরী করে। এতে  গ্রাহকদের কাছে আপনার গ্রহনযোগ্যতা বৃদ্ধি পায়।

লেখক প্রোফাইলের মাধ্যমে গ্রাহক একজন লেখকের বিষয়ভিত্তিক দক্ষতা, লেখার স্যাম্পল, কাজের অভিজ্ঞতা ও পরিমান, গ্রাহক ফিডব্যাক ও মন্তব্য, রেটিংস, রেসপন্স টাইম ইত্যাদিসহ প্রয়োজনীয় বিষয়ে জানতে পারেন। ফলে প্রয়োজন অনুসারে উক্ত লেখককে তার প্রজেক্ট/কাজের জন্য নির্বাচন করতে নিশ্চয়তা পান।

চেহারা না দেখে কারো উপর বিশ্বাস স্থাপন করা মানুষের জন্য একটি কঠিন কাজ। তাই লেখকের উচিত নিজের মানসম্মত ফটোগ্রাফ প্রোফাইলে সংযুক্ত করা যাতে গ্রাহক বুঝতে পারেন যে, ‘তিনি কাকে তার কাজের জন্য নির্বাচন করছেন’। Wewriebd.com  যেহেতু একটি বাণিজ্যিক মাধ্যম তাই ছবি নির্বাচনের ক্ষেত্রে রুচি এবং পেশাদারিত্বের পরিচয় দিন।

  • আপনার প্রোফাইল হয়তো সম্পূর্ণ নয়।
  • আপনার রেসপন্স টাইম অথবা গ্রাহক ফিডব্যক ভালো না।
  • আপনার অভিজ্ঞতা অথবা কাজের স্যাম্পল আগ্রহজনক নয়।
  • আপনার কাজের রেট বেশি।

Wewritebd.com এ গ্রাহক কর্তৃক প্রকাশিত প্রজেক্ট/জব-এ অনলাইন আবেদনের জন্য আপনার লেখক একাউন্টে [Login] করুন। যদি লেখক একাউন্ট না থাকে তবে [Signup] বাটনে ক্লিক করে নাম, ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সহজেই এবং বিনামূল্যে আপনার একাউন্ট তৈরী করে নিন। সম্ভব হলে আপনার ছবি, দক্ষতা, যোগাযোগের মাধ্যম এবং প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করুন যাতে গ্রাহকগণ সহজেই আপনার উপর আস্থা রাখতে সক্ষম হন।

প্রকাশিত প্রজেক্ট/জব বিজ্ঞাপনের [See Details] এ ক্লিক করে বিস্তারিত দেখুন। কাজটি যদি আপনার দক্ষতা এবং পারিশ্রমিকের সাথে মানানসই হয় তবে নিচের পদ্ধতি অনুসরণ করুন-

 

  • বিজ্ঞাপনটির নিচের  [Apply/Bid] বাটনে ক্লিক করুন।
  • সম্ভব হলে গ্রাহক কেনো আপনাকে এই তার প্রজেক্টটির জন্য নির্বাচন করবেন, তার সংক্ষিপ্ত বিবরন লিখুন।
  • গ্রাহকের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর সঠিক দিন।
  • গ্রাহক প্রদত্ত বাজেটের বিপরীতে আপনার বাজেট (কম, বেশি অথবা সমান) উল্যেখ করুন। 
  • “Submit Proposal বাটনে ক্লিক করুন।

 

আপনার আবেদন/বিডকৃত প্রজেক্ট/জবসমূহ [Bid Job] বিভাগে  স্থানান্তরিত হয়। আবেদন/বিডকৃত প্রজেক্ট দেখার জন্য [Dashboard]-> [Manage Project]-> [ Bid Job] এ ক্লিক করুন।

 

লেখক প্রদত্ত বিড/আবেদন এবং লেখক প্রোফাইল গ্রাহক দেখতে পান। গ্রাহক কোনো নির্দিষ্ট লেখককে তার প্রজেক্টের জন্য উপযুক্ত হিসেবে নির্বাচিত করার পর স্বনিয়ন্ত্রিত উপায়ে প্রয়োজনীয় তথ্য এবং শর্তাবলী নিয়ে একটি "Contract Form" উক্ত নির্বাচিত লেখকের একাউন্টে অনুমোদনের জন্য প্রকাশ হয়। লেখক যদি উক্ত ‘কন্ট্রাক্ট ফরম’ "Contract Form" ৭২ঘন্টার মাঝে অনুমোদন করেন তবে প্রজেক্টের কার্যক্রম শুরু হয়েছে বলে ধরে নেয়া হয়। লেখক যদি ‘লেখক-গ্রাহক চুক্তিপত্রের’ কোনো তথ্য এবং শর্তাবলী পরিবর্তন করতে চান তবে উভয়পক্ষের আলোচনার ভিত্তিতে তা সংশোধন করবেন। বিশেষ কোনো কারণে লেখক যদি উক্ত প্রজেক্টটি নিতে অক্ষম হন তবে কারণ উল্লেখপূর্বক গ্রাহককে অবহিত করবেন।

  • গ্রাহক কর্তৃক প্রকাশিত পূর্বের কাজের বিজ্ঞাপন এবং প্রজেক্ট সমূহ। এতে গ্রাহকের চাহিদা সম্পর্কে ধারনা পাওয়া সম্ভব।
  • গ্রাহক সম্পর্কে তার সাথে কাজ করা অন্যান্য লেখকদের মতামত ও অভিজ্ঞতা।
  • প্রজেক্টটি শেষ করার জন্য গ্রাহকের চাহিদানুযায়ী দক্ষতা এবং সময় আপনার আছে কি না।
  • গ্রাহক কিভাবে আপনার পারিশ্রমিক পরিশোধ করবেন?

প্রাপ্ত প্রজেক্ট/জব শুরু করার জন্য [Dashboard]->[Manage Project] ->[Ongoing Job] বাটনে ক্লিক করুন। আপনার প্রাপ্ত প্রজেক্টসমূহ এখানে লিষ্ট আকারে দেখতে পাবেন। প্রজেক্টের নিচে [Start Project] বাটনে ক্লিক করে কাজ শুরু করুন অথবা [Dashboard]-> [Start writing] বাটনে ক্লিক করুন। Writing for অপশন থেকে “For Client সিলেক্ট করুন। আপনার প্রাপ্ত প্রজেক্ট সমূহ থেকে নির্বাচন করে কাজ শুরু করুন। প্রয়োজনীয় সমস্ত বিষয় সংযুক্ত করুন কারণ তা আপনার দক্ষতা ‍প্রমানে সহায়তা করবে। কাজ আংশিক অথবা সম্পূর্ণ শেষ হলে [Save Draft] বাটনে ক্লিক করে ড্রাফট করে রাখুন।

প্রজেক্ট আংশিক অথবা সম্পূর্ণ শেষ হবার পর লেখক তা [Share to Client] -> [For Checking] অপশন নির্বাচন করে গ্রাহকের সাথে পরীক্ষার জন্য শেয়ার করতে পারবেন। প্রতিটি শেয়ার সময়সহ উল্ল্যেখ থাকে এবং গ্রাহক চেক করেছেন কি না, তা জানা সম্ভব হয়। সম্পূর্ণ প্রজেক্ট সমাপ্ত হলে [Share to Client] -> [Final Delivery] অপশন নির্বাচন করে প্রজেক্ট সম্পর্কে আপনার ফিডব্যাক দিন এবং [Share file] বাটনে ক্লিক করে গ্রাহককে ফাইনাল ডেলিভারী দিন।

লেখক নিজ প্রয়োজনে অথবা পরিস্থিতির কারণে চলমান প্রজেক্ট কন্ট্রাক্ট বাতিল করতে চাইলে-

  • প্রথমেই নিশ্চিত হোন যে, আপনি এই কন্ট্রাক্টটি সত্যিই বাতিল করতে চাইছেন। কন্ট্রাক্ট বাতিলের কারণে গ্রাহক কি ধরনেই সমস্যায় পড়তে পারেন। গ্রাহকের নেগেটিভ ফিডব্যাকের সম্মূখীন হবেন কি না।
  • কন্ট্রাক্ট বাতিলের কারণ উল্লেখ করুন।
  • গ্রাহকের সাথে প্রজেক্ট মেসেজ বক্স, মেইল অথবা সরাসরি ফোনের মাধ্যমে অবহিত করে আলোচনা করুন।
  • যতটুকু কাজ করেছেন তা গ্রাহককে বুঝিয়ে দিন এবং পেমেন্ট সংক্রান্ত বিষয়ে আলোচনা করুন।
  • যদি গ্রাহকের কোনো ফাইল থাকে, তা বুঝিয়ে দিন।
  • গ্রাহকের সাথে সম্পর্ক ঠিক রাখুন, কারণ ভবিষ্যতে আপনি পুনরায় তার সাথে কাজ করতে পারেন।

Wewritebd.com এ ক্লায়েন্ট ফিডব্যাক হচ্ছে যে কোনো প্রজেক্টের কাজের মান, লেখকের দক্ষতা ও পেশাদারিত্ব সম্পর্কে গ্রাহকের সন্তুষ্টি এবং মতামত। গ্রাহক লেখকের ডেলিভারীকৃত প্রজেক্টে তার সন্তুষ্টি (লেখার মান, বানান, স্টাইল, কাজের রেট) এবং অভিজ্ঞতার (সময়জ্ঞান, যোগাযোগ, পেশাদারিত্ব) উপর নির্ভর করে ফিডব্যাক প্রদান করে থাকেন। গ্রাহক প্রদত্ত সকল ফিডব্যাকসমূহ লেখকের প্রোফাইলে জমা হয় এবং তার র‌্যাংক বৃদ্ধিতে সহায়তা করে। এতে করে নতুন গ্রাহকবৃন্দ উক্ত লেখকের দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের মান সম্পর্কে পরিস্কার ধারণা পেতে পারেন। প্রজেক্ট ডেলিভারীর পর গ্রাহক লেখককে ফিডব্যাক প্রদান করেন। ফিডব্যাক পজেটিভ অথবা নেগেটিভ দু’ই হতে পারে। পজেটিভ ফিডব্যাক যেমন লেখকের র‌্যাংক এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে, তেমনি নেগেটিভ ফিডব্যাক লেখকের র‌্যাংক নিম্নমূখী করে এবং নতুন গ্রাহকগণ উক্ত লেখকের সাথে কাজের আস্থা হারায়। তাই গ্রাহক ক্ষেত্র বিশেষে লেখককে কাজের ফিডব্যাক দিতে ভুলে গেলে লেখক গ্রাহককে ফিডব্যাক প্রদানের জন্য অনুরোধ করতে পারেন, কারণ: ক্লায়েন্ট ফিডব্যাক গুরুত্বপূর্ণ।

Wewritebd.com এ প্রজেক্ট ডেলিভারীর সর্বোচ্চ ৬০ দিনের মাঝে গ্রাহক এবং লেখক উভয়পক্ষ তাদের মাঝে সম্পাদিত কাজের ফিডব্যাক প্রদান করতে পারবেন। যেহেতু লেখক বানিজ্যিক ভিতিত্তে লেখার কাজ করেন, তাই গ্রাহক ফিডব্যাক তার জন্য গুরুত্বপূর্ণ। লেখকের প্রাপ্ত ফিডব্যাক তার গ্রহনযোগ্যতা বৃদ্ধি করে। তাই গ্রাহক ভুলে গেলেও তাকে ফিডব্যাক প্রদানের জন্য অনুরোধ করুন।

গ্রাহক এবং লেখকের মাঝে লেনদেনের জন্য Wewritebd.com এর নিজস্ব কোনো অনলাইন পেমেন্ট সিস্টেম নাই। তাই এ্ই  সাইটের অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হবার পূর্ব পর্যন্ত গ্রাহক এবং লেখক উভয়ের সম্মতিতে যে কোনে মাধ্যমে টাকা লেনদেন করবেন।

হয়তো উক্ত বিজ্ঞাপনের বিপরীতে আবেদনকৃত লেখকগণের মধ্যে গ্রাহক তার প্রজেক্টের জন্য পছন্দমতো কাউকে পাচ্ছেন না। তাই ডেডলাইন শেষ হয়ে গেলে গ্রাহক তার বিজ্ঞাপনটি পুনঃপ্রকাশ করছেন। এক্ষেত্রে গ্রাহক তার ইচ্ছেমতো যে কাউকে তার প্রজেক্টের জন্য গ্রহন অথবা বাতিল করতে পারেন।

Close

Close
Close

Upload your image