For Clients

একাউন্ট/প্রোফাইল এর মাধ্যমে গ্রাহক তার প্রয়োজনীয় তথ্যসমূহ সংযুক্ত করতে পারবেন যা তার পরিচয়ের নিশ্চয়তা প্রদান করবে। এর মাধ্যমে লেখকগণ গ্রাহকের ধরণ, চাহিদা, প্রজেক্ট/কাজ এবং লেনদেন সম্পর্কে ধারণা সংগ্রহ করতে পারবেন যা লেখকগনের আস্থা অর্জনে সহায়তা করে। সহজবোধ্য ড্যাশবোর্ডের মাধ্যমে গ্রাহক উইরাইটবিডি.কম প্রদত্ত সুবিধাসমূহ ব্যবহার করবেন। (শো ইমেজ)

 

গ্রাহক প্রোফাইল

একাউন্ট/প্রোফাইল এর মাধ্যমে গ্রাহক তার প্রয়োজনীয় তথ্যসমূহ সংযুক্ত করতে পারবেন যা তার পরিচয়ের নিশ্চয়তা প্রদান করবে। এর মাধ্যমে লেখকগণ গ্রাহকের ধরণ, চাহিদা, প্রজেক্ট/কাজ এবং লেনদেন সম্পর্কে ধারণা সংগ্রহ করতে পারবেন যা লেখকগনের আস্থা অর্জনে সহায়তা করে। সহজ ড্যাশবোর্ডের মাধ্যমে গ্রাহক Wewritebd.com প্রদত্ত সুবিধাসমূহ ব্যবহার করবেন।

 

লেখা বিষয়ক ফ্রি বিজ্ঞাপন প্রকাশ ও লেখক নির্বাচন

গ্রাহক তার কনটেন্ট সম্পর্কিত যে কোন চাহিদা/বিজ্ঞাপন Wewritebd.com এ বিনামূল্যে প্রকাশ করতে পারবেন। প্রকাশিত বিজ্ঞাপনের বিপরীতে লেখকগণ অনলাইনে বিড/আবেদন করলে গ্রাহকগণ প্রাপ্ত অনলাইন আবেদনপত্র হতে চাহিদা, দক্ষতা ও মূল্য অনুসারে যে কোনো পছন্দের লেখককে নির্বাচিত করে চুড়ান্ত নিয়োগ দিতে পারবেন। লেখক নির্বাচন করার পর স্বয়ংক্রিয় উপায়ে উক্ত লেখকের কাছে প্রজেক্ট এবং লেনদেন সম্পর্কিত তথ্যসহ কন্ট্রাক্ট ফরম অনুমোদনের জন্য যাবে এবং উক্ত লেখক অনলাইনে তা অনুমোদন করলে প্রজেক্টটির কার্যক্রম শুরু হয়।

 

চলতি প্রজেক্ট সম্পর্কিত তথ্য এবং সহজ ডেলিভারী সিস্টেম

প্রজেক্ট/কাজ চলাকালীন সময়ে গ্রাহক অগ্রগতি সম্পর্কে জানতে পারেন এবং প্রয়োজনীয় সংশোধন অথবা মতামত লেখকের সাথে টেক্সট ম্যাসেজ আকারে শেয়ার করতে পারবেন। লেখক সম্পন্নকৃত প্রজেক্ট Wewritebd.com এর ডেলিভারী সিস্টেমের মাধ্যমে ফাইনাল ডেলিভারী দিবেন। প্রজেক্ট সম্পর্কিত প্রতিটি শেয়ার, ম্যাসেজ এবং ডেলিভারীর ইতিহাস স্বতন্ত্ররূপে সংরক্ষিত হয়।

 

সরাসরি কনটেন্ট কেনার সুবিধা

লেখকগণ বাস্তব চাহিদা এবং নিজ দক্ষতা অনুযায়ী বিভিন্ন বিষয়ে বানিজ্যিক ভিত্তিতে ‘তৈরী লেখা’ বিক্রয়ের জন্য Wewritebd.com এর TextShop এ প্রকাশ করেন। গ্রাহকগণ তার প্রয়োজন অনুযায়ী আংশিক অথবা সম্পূর্ণ কপিরাইটসহ যে কোনো লেখা সরাসরি কিনে নিতে পারেন এবং নিজ কাজে ব্যবহার করতে পারবেন।

 

পছন্দের লেখকদের সেভ করে রাখা

Wewritebd.com এ গ্রাহকগণ অভিজ্ঞতা এবং বিষয়ভিত্তিক দক্ষতা অনুসারে ভবিষ্যত প্রয়োজনে যে কোনো লেখককে তার প্রোফাইলে Save করে রাখতে পারবেন। প্রয়োজনবোধে গ্রাহক শুধুমাত্র তার সেভ করে রাখা নির্দিষ্ট লেখকদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন।

for clients

প্রয়োজনের সময় হাতের কাছে যখন প্রয়োজনীয় লেখা খুঁজে পাওয়া যায় না, তখন বুঝা যায়, লেখার মূল্য কত? লেখা ছাড়া দুনিয়া অচল। অনলাইন নিউজ পোর্টাল অথবা যে কোন ওয়েবসাইট, পণ্যের বিজ্ঞাপন থেকে নাটক সিনেমার স্ক্রিপ্ট, সোস্যাল মিডিয়া পোষ্ট অথবা পন্যের রিভিউসহ হাজারটা বিষয়ে প্রতিদিন লেখা বিষয়ক অসংখ্য চাহিদা সৃষ্টি হয়। কিন্তু সঠিক সময়ে হাতের কাছে নির্ভরযোগ্য লেখা পাওয়া দুঃসাধ্য, কারণ দক্ষ লেখক সহজপ্রাপ্য নয়। তাই বর্তমান সময়ের বাস্তব চাহিদার প্রেক্ষিতে গ্রাহকগনের জন্য Wewritebd.com নিম্নোক্ত সুবিধাসমূহ সংযুক্ত করেছে।

উইরাইটবিডি.কম এর গ্রাহক একাউন্ট এ লগইন করুন। একাউন্ট না থাকলে ইমেইল আইডি এবং পার্সওয়ার্ডের মাধ্যমে সহজেই গ্রাহক একাউন্ট তৈরী করতে পারেন। একাউন্ট তৈরীর পর আপনি যদি প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করেন তবে লেখকগন আপনার সম্পর্কে নিশ্চিত হতে পারবে। মানুষ যা দেখেনা, যার সম্পর্কে নিশ্চিত হতে পারে না, তার উপর নির্ভর করতে পারে না।  লগইন করুনএকাউন্ট তৈরী করুন

 

উইরাইটবিডি.কম গ্রাহক একাউন্টে লগইন এর পর ড্যাশবোর্ড থেকে পোষ্ট প্রজেক্ট/জব বাটনে ক্লিক করুন। প্রজেক্ট বিজ্ঞাপন সংক্রান্ত তথ্য সংযুক্তির জন্য এখানে মোট ৪টি বিভাগ রয়েছে। বেসিক ইনফরমেশন, এক্সপার্টিজ এন্ড এসইও,   বাজেট এন্ড পেমেন্ট, পাবলিশ অথবা ড্রাফট ------ (Show Image)

 

বেসিক ইনফরমেশন

বিজ্ঞাপনের ‘বেসিক ইনফরমেশন’ এ তথ্য সংযুক্তি আপনার প্রজেক্ট এবং চাহিদা সম্পর্কে ফ্রিল্যান্স লেখকগণ সহজেই বুঝতে পারে। কেউ আপনার মন পড়তে পারবে না, তাই আপনার চাহিদা বিস্তারিতভাবে উল্ল্যেখ করলে ভবিষ্যতে প্রজেক্ট সম্পর্কিত অনাকাঙ্খিত সমস্যার মুখোমুখি হবার সম্ভাবনা কমে যায়। কপিরাইট সম্পর্কে সতর্ক থাকুন, কারণ কপিরাইট আপনার ক্রয়কৃত কনটেন্টের নিরাপত্তা নিশ্চিত করে। প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে সেইভ এন্ড গো নেক্সট এ ক্লিক করুন। ------ (Show Image)

 

এক্সপার্টিজ এন্ড এসইও

এই বিভাগে আপনি প্রজেক্টের জন্য কোন লেভেলের দক্ষতা সম্পন্ন লেখক খুঁজছেন তা উল্লেখ করুন। এর ফলে শুধুমাত্র নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন লেখকগণ আপনার কাজে আগ্রহী হওয়ায় অযথা অসংখ্য প্রপোজাল/বিড পরীক্ষা-নিরীক্ষা করে বাছাই করতে হবে না।

এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) হচ্ছে আপনার কনটেন্টের জন্য প্রয়োজনীয় কি-ওয়ার্ড সংযুক্তি। এর মাধ্যমে অনলাইন ভিজিটরদের কাছে আপনার কনটেন্ট পৌছানোর সুযোগ বাড়ে। যদি প্রয়োজন হয় তবে প্রতি প্যারাগ্রাফে কয়টি “কি ওয়ার্ড” ব্যবহার হবে, তা উল্ল্যেখ করুন। এরপর সেইভ এন্ড গো নেক্সট বাটনে ক্লিক করুন। ------ (Show Image)

 

বাজেট এন্ড পেমেন্ট

প্রজেক্টটির জন্য আপনার বাজেট উল্ল্যেখ করুন। এখানে ৩টি অপশন রয়েছে। ) ফিক্সড প্রাইস,  ) পে পার ওয়ার্ড, এবং ) রিকোয়েস্ট রাইটার ফর অফার ------ (Show Image)

আপনি প্রজেক্টের জন্য নিজ পছন্দ মতো ফিক্সড এমাউন্ট অথবা পে পার ওয়ার্ড বাজেট উল্ল্যেখ করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী এককালীন পেমেন্ট (এক কিস্তিতে সম্পূর্ণ পেমেন্ট পরিশোধ) অথবা মাইলস্টোন পেমেন্ট (কয়েকটি কিস্তিতে পেমেন্ট পরিশোধ) নির্ধারণ করুন।

প্রজেক্টের বাজেট বিষয়ে যদি আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকে তবে লেখকগণকে এই প্রজেক্টটির জন্য তাদের বাজেট চাহিদা প্রকাশের জন্য অনুরোধ করতে পারেন। এক্ষেত্রে লেখকগণ তাদের বাজেটসহ বিড/প্রপোজাল পাঠাবে এবং আপনি তা থেকে প্রয়োজন অনুযায়ী লেখক নির্বাচিত করতে পারবেন।

উপরোক্ত কাজ সম্পন্ন করার পর আপনার আপনার পেমেন্ট সিস্টেম সিলেক্ট করুন। আপনি উইরাইটবিডি.কম পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারেন। আপনি প্রজেক্ট পেমেন্ট পরিশোধের পর উইরাইটবিডি.কম প্রজেক্টের মূল্য থেকে ১০% অর্থ সার্ভিস চার্জ হিসেবে কেটে রেখে বাকি ৯০% টাকা লেখককে পরিশোধ করে।

এছাড়াও আপনি উভয়পক্ষের সম্মতিক্রমে সরাসরি অথবা স্বাধীন যে কোন মাধ্যম পেমেন্ট পরিশোধের জন্য বেছে নিতে পারেন। এ মাধ্যমে উইরাইটবিডি.কম কোনো সার্ভিস চার্জ কেটে রাখার উপায় নেই কারণ, উভয়পক্ষ পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে নেটওয়ার্কের বাইরে লেনদেন করবেন। এই মাধ্যমে পরিশোধকৃত প্রজেক্টের কোনো তথ্য গ্রাহক অথবা লেখকের প্রোফাইলে সংযুক্ত হবে না এবং লেনদেন সংক্রান্ত কোনো বিষয়ে উইরাইটবিডি.কম মধ্যস্থতা করবে না।

প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে সেইভ এন্ড গো নেক্সট এ ক্লিক করুন।  

Wewriebd.com এর গ্রাহক একাউন্ট এ [Login] করুন। একাউন্ট না থাকলে ইমেইল আইডি এবং পার্সওয়ার্ডের মাধ্যমে সহজেই গ্রাহক একাউন্ট তৈরী করতে পারেন। একাউন্ট তৈরীর পর আপনি যদি প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করেন তবে লেখকগন আপনার সম্পর্কে নিশ্চিত হতে পারবে। মানুষ যা দেখেনা, যার সম্পর্কে নিশ্চিত হতে পারে না, তার উপর নির্ভর ও করতে পারে না।

 

উইরাইটবিডি.কম গ্রাহক একাউন্টে লগইন এর পর [Dashboard] থেকে [Post Project/Job] বাটনে ক্লিক করুন। প্রজেক্ট বিজ্ঞাপন সংক্রান্ত তথ্য সংযুক্তির জন্য এখানে মোট ৪টি বিভাগ রয়েছে।

1. [Basic Informations]  2. [Skill & SEO],   3. [Payment],  4. [Publish/Draft]

 

১। বেসিক ইনফরমেশন

বিজ্ঞাপনের [Basic Informations] এ তথ্য সংযুক্তি আপনার প্রজেক্ট এবং চাহিদা সম্পর্কে লেখকগণ সহজেই বুঝতে পারে। কেউ আপনার মন পড়তে পারবে না, তাই আপনার চাহিদা বিস্তারিতভাবে উল্ল্যেখ করলে ভবিষ্যতে প্রজেক্ট সম্পর্কিত অনাকাঙ্খিত সমস্যার মুখোমুখি হবার সম্ভাবনা কমে যায়। কপিরাইট সম্পর্কে সতর্ক থাকুন, কারণ কপিরাইট আপনার ক্রয়কৃত কনটেন্টের নিরাপত্তা নিশ্চিত করে। প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে [Save & go next] বাটনে ক্লিক করুন।

 

। স্কিল এন্ড এসইও

এই বিভাগে আপনি প্রজেক্টের জন্য কোন ধরনের দক্ষতা সম্পন্ন লেখক খুঁজছেন তা উল্লেখ করুন। এর ফলে শুধুমাত্র নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন লেখকগণ আপনার কাজে আগ্রহী হওয়ায়, অযথা অসংখ্য প্রপোজাল/বিড পরীক্ষা-নিরীক্ষা করে বাছাই করতে হবে না।

SEO (Search Engine Optimization) হচ্ছে আপনার কনটেন্টের জন্য প্রয়োজনীয় কি-ওয়ার্ড সংযুক্তি। এর মাধ্যমে অনলাইন ভিজিটরদের কাছে আপনার কনটেন্ট পৌছানোর সুযোগ বাড়ে। যদি প্রয়োজন হয় তবে প্রতি প্যারাগ্রাফে কয়টি “কী ওয়ার্ড” ব্যবহার হবে, তা উল্লেখ করুন। এরপর [Save & go next] বাটনে ক্লিক করুন।

 

 বাজেট এন্ড পেমেন্ট

প্রজেক্টটির জন্য আপনার বাজেট উল্লেখ করুন। এখানে ২টি অপশন রয়েছে। 

Fixed Amount: এই অপশনের মাধ্যমে আপনি সম্পূর্ণ প্রজেক্টটির জন্য মূল্য নির্ধারন করে দিতে পারেন।

Pay Per Word: আপনি যদি প্রজেক্টটির জন্য শব্দ অনুযায়ী মূল্য পরিশোধ করতে চান তবে প্রতি শব্দের জন্য মূল্য নির্ধারন করুন।

লেখক এবং গ্রাহক উভয়পক্ষের সম্মতিক্রমে  যে কোন মাধ্যম পেমেন্ট পরিশোধের জন্য বেছে নিতে পারেন। উভয়পক্ষ পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে নেটওয়ার্কের বাইরে লেনদেন করবেন। এই মাধ্যমে পরিশোধকৃত প্রজেক্টের কোনো তথ্য গ্রাহক অথবা লেখকের প্রোফাইলে সংযুক্ত হবে না এবং লেনদেন সংক্রান্ত কোনো বিষয়ে উইরাইটবিডি.কম মধ্যস্থতা করবে না।

প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে [Save & go next] এ ক্লিক করুন।  

 

পাবলিশ/ড্রাফট

এই বিভাগে আপনার প্রদত্ত তথ্য নিয়ে স্বনিয়ন্ত্রিতভাবে তৈরী প্রজেক্ট বিজ্ঞাপনেরশর্ট ভিউ এবং ফুল ভিউ (ডিটেইলস)  দেখা যাবে, যা লেখকগন দেখতে পাবেন। কোনো তথ্য সংশোধন প্রয়োজন হলে সংশোধন করুন। সকল তথ্য সঠিক হলে আপনার বিজ্ঞাপন প্রকাশের জন্য [Publish Project] বাটনে ক্লিক করে  Deadline (আপনার বিজ্ঞাপনে লেখকগনের আবেদনের সময়সীমা) উল্লেখ করে [Publish Project]  বাটনে ক্লিক করে বিজ্ঞাপন প্রকাশ করুন।

এছাড়াও আপনি যদি বিজ্ঞাপনটি এখন প্রকাশ না করে ড্রাফট করে রাখার জন্য [Save as Draft] বাটনে ক্লিক করুন। আপনার  ড্রাফট ফোল্ডার থেকে উক্ত বিজ্ঞাপনটি যে কোনো সময় নতুন ডেডলাইন দিয়ে আপনি প্রকাশ করতে পারবেন।

 

 • লেখকের স্কিল এরিয়া, লেভেল, কাজের এবং অভিজ্ঞতা
 • লেখক কর্তৃক প্রকাশিত লেখাসমূহ, যার মাধ্যমে লেখকের দক্ষতা সম্পর্কে ধারনা পাওয়া সম্ভব
 • আপনি যে প্রজেক্টটির জন্য নিয়োগ দিতে যাচ্ছেন, লেখকের সেই ধরনের কাজের অভিজ্ঞতা আছে কি না
 • লেখক এবং তার ডেলিভারীকৃত কাজ সম্পর্কে অন্যান্য গ্রাহকের মতামত ও অভিজ্ঞতা
 • লেখক নেটওয়ার্কে নিয়মিত কি না, তার রেসপন্স টাইম কেমন ইতাদি

প্রকাশিত প্রজেক্ট/জব বিজ্ঞাপনের ফলাফল দেখার জন্য [Dashboard] -> [Posted Job Response] ট্যাবে ক্লিক করুন। গ্রাহক সুবিধার্থে প্রকাশিত প্রতিটি বিজ্ঞাপনের নিচে ৪টি অপশন সংযুক্ত রয়েছে-

1. Applied, 2. Fevorite, 3. Hired,  4. Deleted

 

এপ্লাইড

 আপনার প্রজেক্ট/জব বিজ্ঞাপনে যে সকল লেখক আগ্রহী হয়ে অনলাইনে বিড/আবেদন করেছেন তাদের সংখ্যা, রেট এবং প্রোফাইল সমূহ লিষ্ট আকারে দেখতে পাবেন। অনলাইনে বিড/আবেদনকৃত প্রতিজন লেখকের প্রোপোজালের সাথে প্রয়োজনীয় ৫টি অপশন সংযুক্ত রয়েছে, যেমন ক) হায়ার  খ) এড টু ফেভারিট,  গ) মেসেজ মি, ঘ) ডিলিট, ঙ) সেইভ রাইটার। 

 

) হায়ার

হায়ার এর মাধ্যমে আপনি সরাসরি যে কোন লেখককে আপনার প্রজেক্টের জন্য নির্বাচন করতে পারবেন।   

 

খ) এড টু ফেভারিট

প্রাপ্ত একাধিক লেখক/বিডার থেকে শর্টলিষ্ট করার জন্য পছন্দসই লেখকগণকে [Add to Favorite] বাটনে ক্লিকের মাধ্যমে ফেভারিট ফোল্ডারে স্থানান্তর করতে পারেন।

 

) মেসেজ

এর মাধ্যমে বিডকৃত আগ্রহী লেখকের সাথে উক্ত প্রজেক্ট সম্পর্কিত মেসেজ আদান-প্রদান করতে পারেন। সকল মেসেজ এর স্বতন্ত্র হিস্টোরী সংরক্ষিত থাকবে।

 

) ডিলিট

প্রাপ্ত লিষ্ট থেকে আপনার জন্য অপ্রয়োজনীয় লেখককে ডিলিট করতে পারবেন। ডিলিট করা প্রোপোজাল [Deleted] বিভাগে সংরক্ষিত থাকবে। উক্ত বিভাগ থেকে প্রয়োজনে তা পূর্বস্থানে ফিরিয়ে আনতে পারবেন অথবা চিরস্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন।

 

) সেভ রাইটারঃ

প্রয়োজনবোধে নির্দিষ্ট কোনো পছন্দের লেখককে ভবিষ্যতের জন্য আপনার প্রোফাইলে পছন্দের কারণ উল্ল্যেখ করে সেইভ করে করে রাখতে পারেন।

 

ফেভারিট

বিড লিস্ট থেকে আপনার Favorite করা লেখকদের এই বিভাগে দেখা যাবে। যাকে চুড়ান্ত নিয়োগ দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে [Hire] বাটনে ক্লিক করে হায়ার করুন। [Hire] বাটনে ক্লিক করার সাথে সাথে উক্ত লেখক স্বয়ংক্রিয় উপায়ে [Hired]বিভাগে সংযুক্ত হবে। এছাড়াও প্রয়োজনে কোনো লেখককে [Favorite] বিভাগ থেকে রিমুভ, মেসেজ পাঠানো, রিপোর্ট, ডিলিট অথবা সেভ করতে পারবেন।

 

হায়ারড

আপনি কোনো লেখককে আপনার প্রজেক্টের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত করার সাথে সাথে উক্ত লেখকের আইডি এবং প্রজেক্টের প্রয়োজনীয় তথ্যসহ উভয়পক্ষের জন্য একটি অনলাইন চুক্তিপত্র স্বয়ংক্রিয়ভাবে তৈরী হয়। লেখককের অনুমোদনের জন্য [Send Contract Request] বাটনে ক্লিক করুন। আপনার পাঠানো চুক্তিপত্রটি লেখক অনুমোদন করার পূর্ব পর্যন্ত Pending থাকবে। লেখক তা অনুমোদন করার পর উভয়ের মাঝে চুক্তিপত্রটি সম্পদিত হবে এবং প্রজেক্টটির কার্যক্রম শুরু হবে। গ্রাহক এবং নির্বাচিত লেখক, উভয়পক্ষের চুক্তি সম্পাদনের পর স্বয়ংক্রিয়ভাবে এই প্রজেক্টের অন্যান্য বিডকৃত লেখকদের কাছে নোটিফিকেশন যাবে যে, আপনি এই প্রজেক্টের জন্য উক্ত লেখককে চুড়ান্তভাবে নির্বাচন করেছেন।

 

বিঃদ্রঃ [Send Contract] বাটনে ক্লিক করার পূর্ব সময় পর্যন্ত আপনি [Hired] করা লেখককে বাতিল করতে পারবেন। Hire বাতিল করতে চাইলে ক্যানসেল হায়ার বাটনে ক্লিক করুন এবং পুনরায় আপনার পছন্দের কোনো লেখককে চুড়ান্তভাবে নির্বাচিত করুন। যদি আপনার নির্বাচিত লেখক অনধিক ৭২ঘন্টার মধ্যে আপনার ‘কন্ট্রাক্ট রিকোয়েষ্ট’ অনুমোদন অথবা বাতিল না করেন তবে স্বয়ংক্রিয়ভাবে উক্ত ‘কন্ট্রাক্ট রিকোয়েষ্ট’ বাতিল হয়ে যায়। এক্ষেত্রে গ্রাহক উক্ত লেখককে  নেগেটিভ ফিডব্যাক প্রদান করতে পারেন এবং প্রজেক্টে আবেদনকৃত অন্যান্য লেখকগনের মধ্য হতে নির্বাচিত করে পছন্দসই লেখককে পুনরায় ‘হায়ার’ করতে পারেন।

 

ডিলিটেড

[Applied] বিভাগ থেকে যে সকল বিডার/লেখককে আপনি ‘ডিলিট’ করেছেন তাদের এখানে লিষ্ট আকারে পাবেন। প্রয়োজনবোধে ডিলিট করা যে কোনো লেখককে আপনি পুনরায় [Applied] বিভাগে স্থানান্তর করতে পারবেন অথবা চিরস্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন।

 

লেখকের সাথে চুক্তিবদ্ধ হবার পর প্রতিটি প্রজেক্ট স্বয়ংক্রিয় উপায়ে [Ongoing Job] বিভাগে স্থানান্তরিত হয়। বিভাগটি খুজে পেতে [Dashboard] -> [Ongoing Job]  বাটনে ক্লিক করুন। এই বিভাগে চলমান প্রতিটি প্রজেক্টের নিচে ৩টি অপশন সংযুক্ত রয়েছে।  1. Contract, 2. Message, 3. File Share

 

কন্ট্রাক্টঃ

উভয়পক্ষের অনুমোদনকৃত প্রজেক্ট কন্ট্রাক্ট তৈরীর সময়, অনুমোদনের তারিখ এবং শর্তাবলীসহ দেখতে পাবেন।

 

 ম্যাসেজ

গ্রাহক এবং লেখক, উভয়পক্ষ এই প্রজেক্ট সম্পর্কিত সকল ধরনের মেসেজ আদান-প্রদান করতে পারবেন। প্রতিটি প্রজেক্টের জন্য স্বতন্ত্র মেসেজিং ব্যবস্থা হিস্টোরী আকারে সংরক্ষিত হয়।

 

ফাইল শেয়ারঃ

লেখক প্রজেক্ট আংশিক অথবা পূর্ণাঙ্গ সমাপ্ত করার পর তা “ফাইল শেয়ারের” মাধ্যমে গ্রাহকের সাথে পরীক্ষার জন্য বিনিময় করেন। পরীক্ষার জন্য শেয়ার করা ফাইল কপি অথবা ডাউনলোড করা যায় না। গ্রাহক সন্তুষ্ট হলে, তার অনুমতিক্রমে লেখক সম্পূর্ন প্রজেক্ট গ্রাহকের কাছে ফাইনাল ডেলিভারী হিসেবে স্থানান্তর করেন। লেখক কোন তারিখে এবং কতোবার ফাইলটি গ্রাহকের সাথে বিনিময় করেছেন তা রেকর্ড আকারে সংরক্ষিত থাকে। গ্রাহক প্রজেক্টটি গ্রহন করার উদ্দেশ্যে ফাইল শেয়ারে “[Project Receive]” বাটনে ক্লিক করার সাথে সাথে স্বয়ংক্রিয় উপায়ে তা গ্রাহকের “[Received Job]” বিভাগে স্থানান্তরিত হয়। 

 “প্রজেক্ট কন্ট্রাক্ট” হচ্ছে নির্দিষ্ট কোন প্রজেক্টের জন্য লেখক এবং গ্রাহক, উভয়ের মাঝে ঘোষিত অনলাইন ভিত্তিক চুক্তিপত্র। প্রজেক্ট সম্পকির্ত প্রয়োজনীয় তথ্য সমূহ যেমন, উভয়পক্ষের নাম ও আইডি, প্রজেক্টের নাম ও আইডি, চুক্তিপত্রের আইডি, ডেলিভারী তারিখ, প্রজেক্টের জন্য ঘোষিত মূল্য এবং পেমেন্ট সম্পর্কিত বিষয় কন্ট্রাক্ট ফরমে উল্লেখ থাকে। গ্রাহক সর্বপ্রথম তার প্রকাশিত প্রজেক্টের জন্য প্রাপ্ত সকল বিড/প্রোপোজাল থেকে পছন্দের নির্দিষ্ট লেখককে নির্বাচন করার পর ‘হায়ার’ করার উদ্দ্যেশ্যে  “কন্ট্রাক্ট রিকোয়েস্ট” প্রেরণ করেন। লেখক যদি উক্ত প্রজেক্ট কন্ট্রাক্টে আগ্রহী হন এবং অনুমোদন করেন তবে তা উভয়পক্ষের অনুমোদনপ্রাপ্ত বলে ধরে নেয়া হয়। কন্ট্রাক্ট অনুমোদনের পর লেখক প্রজেক্টটি শুরু করতে পারেন।  

 

প্রজেক্ট কন্ট্রাক্ট অনুমোদনের সুবিধা কি?

কন্ট্রাক্ট ফরমের সুবিধা হচ্ছে উভয়পক্ষের মাঝে যদি ভবিষ্যতে কোনো প্রকার অনাকাঙ্খিত সমস্যা সৃষ্টি হয় তবে কন্ট্রাক্ট ফরমের তথ্য ও শর্তানুযায়ী সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়। এছাড়াও উভয়পক্ষ যদি সমস্যা সমাধানে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্ততা অথবা আইনি পদক্ষেপ গ্রহণ করতে চান তবে তা দালিলিক প্রমান হিসেবে ব্যবহার করতে পারেন। উভয়পক্ষ কন্ট্রাক্ট অনুমোদনের সাথে সাথে তাদের ব্যক্তিগত ইমেইল একাউন্টে স্বয়ংক্রিয় উপায়ে সমস্ত তথ্য সহ মেইল করা হয়।

 

কি কারণে গ্রাহক লেখকের সাথে প্রজেক্ট কন্ট্রাক্ট বাতিল করতে পারেন?

 • লেখক একাধিকবার প্রজেক্ট ডেডলাইন মিস করেছেন
 • লেখক চুক্তি অনুযায়ী কাজ করছেন না
 • লেখক নিয়মিত যোগাযোগ করেন না
 • লেখক এর লেখার স্টাইল পছন্দ হচ্ছে না
 • কাজটি কোনোভাবেই চাহিদানুযায়ী সম্পন্ন হচ্ছে না

 

গ্রাহক প্রজেক্ট কন্ট্রাক্ট বাতিল করতে চাইলে কি করবেন?

 • প্রথমেই নিশ্চিত হোন যে, আপনি এই কন্ট্রাক্টটি সত্যিই বাতিল করতে চাইছেন।
 • লেখক হয়তো প্রজেক্টটি অনেকখানি সম্পন্ন করেছেন, তাই লেখকের নেগেটিভ ফিডব্যাকের সম্মূখীন হবেন কি না।
 • কন্ট্রাক্ট বাতিলের কারণ উল্ল্যেখ করুন।
 • লেখকের সাথে প্রজেক্ট মেসেজ বক্স, মেইল অথবা সরাসরি ফোনের মাধ্যমে অবহিত করে আলোচনা করুন।
 • প্রজেক্টটি যে পরিমান সম্পন্ন হয়েছে তা বুঝে নিন এবং পেমেন্ট সংক্রান্ত বিষয়ে আলোচনা করুন।
 • লেখকের নিকট আপনার কোনো ফাইল থাকলে তা বুঝে নিন।
 • লেখকের সাথে ভালো ব্যবহার করুন, কারণ ভবিষ্যতে পুনরায় তাকে দিয়ে কাজ করতে পারেন।
 • একই প্রজেক্ট বারবার পোষ্ট করা অথবা একই প্রজেক্ট টাইটেল পুনরায় ব্যবহার করা।ভুবিজ্ঞাুিাৃু
 • উইরাইটবিডি.কম ব্যবহার/বিজ্ঞাপন প্রকাশ নীতিমালা ভঙ্গ করা।
 • বিজ্ঞাপনে ভুল, মিথ্যা তথ্য প্রদান করা

কয়েকটি কারণে গ্রাহক এই ধরনের সমস্যার সমূখীন হতে পারেন, যেমন-

 • নেটওয়ার্কে লেখক কম অথবা গ্রাহক চাহিদানুযায়ী বিষয়ে দক্ষ লেখক অনুপস্থিত
 • গ্রাহক প্রোফাইলে প্রয়োজনীয় তথ্যের অভাব, তাই গ্রাহক সম্পর্কে লেখকদের আস্থা তৈরী হচ্ছে না
 • প্রজেক্টটির জন্য নির্ধারিত মূল্য হয়তো কম অথবা লেখক পেমেন্ট সম্পর্কে নিশ্চিত নন, তাই লেখকগণ এতে আগ্রহী হচ্ছেন না
 • গ্রাহকের প্রাপ্ত লেখক ফিডব্যাক ভালো নয়, তাই লেখকগণ তার কাজে আগ্রহী হচ্ছেন না

সময়সীমা শেষ হয়ে যাওয়া বিজ্ঞাপনসমূহ [Cross Deadline] বিভাগে স্থানান্তরিত হয়। পুনরায় প্রকাশের জন্য [Re-publish] বাটনে ক্লিক করে নতুন ডেডলাইন নির্বাচন করুন এবং [Submit] বাটনে ক্লিক করুন। “ক্রস ডেডলাইন” বিজ্ঞাপনের সাথে পুরোনো ডেডলাইনে আবেদনকৃত লেখকদের লিষ্ট সংযুক্ত থাকবে। প্রজেক্ট পুনঃপ্রকাশের তথ্যটি পূর্বে আবেদন/বিডকৃত লেখকগণকে নোটিফিকেশনের মাধ্যমে অবহিত করা হবে।  

লেখার মূল্য নির্ধারণ একটি আপেক্ষিক বিষয়। একজন লেখক দক্ষতা অনুসারে তার লেখার মূল্য নির্ধারণ করে থাকেন। এক্ষেত্রে তার কথাই শেষ কথা। ভালো লেখা পেতে হলে ভালো পেমেন্ট করতে হয়। তবে বাস্তব প্রয়োজনে সর্বজন স্বীকৃত একটি মূল্য উভয়পক্ষকেই অনুসরণ করতে হয়। এক্ষেত্রে উভয়পক্ষ আলোচনার ভিত্তিতে লেখার মূল্য নির্ধারণ করবেন।

লেখক ফিডব্যাক হচ্ছে কোনো গ্রাহক সম্পর্কে লেখক প্রদত্ত (যেসব লেখক উক্ত গ্রাহকের সাথে কাজ করেছেন) মতামত। লেখক তার সন্তুষ্টি, গ্রাহকের পেশাদারিত্ব এবং লেনদেনের ভিত্তিতে রাইটার ফিডব্যাক প্রদান করেন। wewritebd.com এ লেখকগণ এবং গ্রাহকগণ পরস্পর ব্যক্তিগতভাবে কেউ কারো পরিচিত নন। অপরিচিত মানুষ অথবা প্রতিষ্ঠানের উপর আস্থা রাখা সহজ নয়। যেহেতু দক্ষতা এবং সময় বিনিয়োগ করেন, তাই লেখকগণ প্রজেক্ট গ্রহনের পূর্বে গ্রাহক সম্পর্কে অন্য লেখকদের দেয়া ফিডব্যাক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন। ‘পজেটিভ রাইটার ফিডব্যাক’ গ্রাহকের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে তার প্রজেক্টে দক্ষ লেখকদের আগ্রহী করে তোলে। ক্ষেত্র বিশেষে দক্ষ লেখকগণ ভালো ফিডব্যাক প্রাপ্ত গ্রাহকের প্রজেক্টে বিশেষ ছাড় প্রদান করেন।

যেহেতু একজন লেখক তার নিজ দৃষ্টিকোন এবং অভিজ্ঞতা থেকে লেখেন এবং পাঠকের পছন্দ-অপছন্দ একটি আপেক্ষিক বিষয়, তাই সব লেখা সব পাঠকের জন্য সহজবোধ্য এবং পছন্দ নাও হতে পারে। একজন দক্ষ লেখকের লেখা সব বিষয়ে ভালো নাও হতে পারে এবং ক্ষেত্র বিশেষে একজন লেখক নতুন কোনো গ্রাহকের পছন্দ এবং চাহিদা বুঝতে ব্যর্থ হতে পারেন। তাই গ্রাহক এবং লেখক উভয়ে কাজের শুরুতেই আলোচনার মাধ্যমে গ্রাহকের চাহিদা সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন। সম্ভব হলে উইরাইটবিডি.কম প্রদত্ত কন্ট্রাক্ট ফরমের প্রজেক্ট টার্মস এন্ড কন্ডিশন বক্সে লিখিত আকারে সংযুক্ত করবেন, যা কিনা উভয়পক্ষকেই ভবিষ্যতের অনাকাঙ্খিত সমস্যামুক্ত এবং সমাধানে সহায়তা করবে।

বিঃদ্রঃ গ্রাহক চাহিদা এবং লেখক দক্ষতা, উভয়ের সর্বোচ্চ সমন্বয় সিস্টেম উন্নয়নে উইরাইটবিডি.কম কাজ করছে।

গ্রাহকের সময় অনেক মূল্যবান। তাই প্রজেক্ট এর সময়সীমা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে লেখা-লেখি বিষয়টি যেহেতু একটি ভাবসাপেক্ষ কাজ, তাই লেখকগণ প্রয়োজনবোধে গ্রাহকের সাথে আলোচনার ভিত্তিতে প্রজেক্টের জন্য সময়সীমা বাড়িয়ে নিতে পারেন। গ্রাহক প্রয়োজনে লেখককে নেগেটিভ ফিডব্যাক প্রদান করতে পারেন।

জব বিজ্ঞাপন অথবা সরাসরি ক্রয়ের মাধ্যমে প্রাপ্ত কনটেন্ট এর ব্যবহার এবং স্বত্ব উল্ল্যেখ করলে আপনি ভবিষ্যতের অনাকাঙ্খিত সমস্যা হতে মুক্ত থাকবেন। স্বত্বসহ আপনার ক্রয়কৃত কনটেন্ট লেখক অন্য কোথাও বিক্রয়, সরবরাহ অথবা ব্যবহার করবেন না বলে অঙ্গীকার করেছেন, তাই অঙ্গীকারবলে, প্রয়োজনে আপনি কপিরাইট নীতিমালা অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহন করতে পারবেন।

এক্ষেত্রে গ্রাহকের জন্য অনুরোধ থাকবে যে, লেখকের নিকট থেকে প্রজেক্ট ফাইনাল ডেলিভারীর পর পেমেন্ট পরিশোধের পূর্বেই আপনি নিজ দায়িত্বে তৃতীয় পক্ষের ফ্রি কোনো সফটওয়ার (যেমন-কপিস্কেপ/প্লেইজারিজম) এর মাধ্যমে কনটেন্ট চেক করে নিবেন। wewritebd.com কারো বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রাহন করার অধিকার রাখেনা। আপনার অভিযোগ প্রমানিত হলে wewritebd.com উক্ত লেখককে কারণ দর্শানো, র‌্যাংক অবনমন, একাউন্ট স্থগিত অথবা সম্পূর্ণ বাতিল করতে পারে।

এক্ষেত্রে গ্রাহককে নিশ্চিত হতে হবে যে, উক্ত লেখক, উক্ত কনটেন্টটি অন্য কাউকে সরবরাহ করেছেন, কারণ আপনি মাধ্যমে কনটেন্টটি প্রকাশ করেছেন, সেই সূত্র থেকেও অন্য কেউ আপনার কনটেন্টটি কপি করতে পারে। লেখকের অঙ্গীকার ভঙ্গে নিশ্চিত হলে লিংকসহ অভিযোগ করবেন এবং wewritebd.com তা নিরীক্ষাপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে।

Close

Close
Close

Upload your image